লক্ষ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মহম্মদ আমির

সাদা বলের ক্রিকেটে মনোসংযোগ করতে চান। তাই আন্তর্তাজিতক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের তারকা পেস বোলার মহম্মদ আমির (Mohammad Amir)। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। টুইট করে ইতিমধ্যেই অবসরের খবর জানিয়েছেন আমির।

পাকিস্তানি পেসার মহম্মদ আমির(Photo Credit: Youtube)

ইসলামাবাদ, ২৬ জুলাই: সাদা বলের ক্রিকেটে মনোসংযোগ করতে চান। তাই আন্তর্তাজিতক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের তারকা পেস বোলার মহম্মদ আমির (Mohammad Amir)। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। টুইট করে ইতিমধ্যেই অবসরের খবর জানিয়েছেন আমির। সামনেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। পাক ক্রিকেট দলে এখন উঠতি পেসারের অভাব নেই। ঠিক এই সময়টিকেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার জন্যবেছে নিয়েছেন ২৭ বছর বয়সি পেসার। নিজেই বলেছেন, পাকিস্তানের হয়ে সমস্ত ফর্মাট্যে ক্রিকেট খেলতে পারাটা সৌভাগ্যের। যতদিন খেলেছি নিজের সেরাটা দিয়েছি। আরও পড়ুন-বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে অভিনব টি-টোয়েন্টি, একসঙ্গে ২২গজ মাতাবেন কোহলি-শাকিব-আমের-মালিঙ্গা

বোর্ডের তরফ থেকেও যে সবসময় সহযোগিতা পেয়েছেন তা স্বীকার করে নিয়েছেন মহম্মদ আমির। এবার সময় এসেছে জায়গা ছেড়ে দেওয়ার তাছাড়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করেই এগোতে চান তিনি। সাদা বলের খেলাকেই এখন গুরুত্ব দিচ্ছেন আমির। এই প্রসঙ্গে বলেন, ‘দেশের হয়ে ক্রিকেটের সর্বোচ্চ এবং ঐতিহ্যবাহী ফরম্যাটে প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুব গর্বিত। যদিও আমি টেস্ট ক্রিকেট থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি সাদা বলের ক্রিকেটে আরও বেশি করে মনঃসংযোগ করার জন্য। দেশের হয়ে খেলা সবসময়ই আমার কাছে একটা স্বপ্নের মতো। নিজেকে ফিট রেখে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। যাতে দলের আগামী ম্যাচগুলিতে ভাল পারফর্ম করতে পারি। তার মধ্যে অবশ্যই আইসিসি টি-২০ বিশ্বকাপও পড়ছে।’

উল্লেখ্য, ২০১৯-এর জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহম্মদ আমির পাকিস্তানের হয়ে তাঁর শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন। যেখানে তিনি নিয়েছিলেন মোট চারটি উইকেট। বাঁ হাতি পেসার আমির পাকিস্তানের হয়ে প্রথম আন্তর্জাতিক টেস্ট খেলেছিলেন ২০০৯ সালে, শ্রীলঙ্কার বিরুদ্ধে। তখন আমিরের বয়স ছিল মাত্র ১৭ বছর। দীর্ঘ এক দশক ধরে তিনি পাকিস্তানের হয়ে সাদা জার্সি গায়ে খেলেছেন মোট ৩৬টি টেস্ট। যেখানে তিনি ৩৭.৪০ অ্যাভারেজে মোট ১১৯টি উইকেট নিয়েছেন। মাঝে পাঁচ বছর ম্যাচ ফিক্সিংয়ে দায় ঘাড়ে নিয়ে সাসপেন্ডও থেকেছেন। তবে ফিরে এসে ফের ক্রিকেট ভক্তদের নজর কেড়ে নিয়েছেন তারকা পেসার।