Ashes 2023: কঠিন সময়ে পোপ হারা ইংল্যান্ড! পরিবর্তে কে
টানা দুটো টেস্টে হারের পর দেশের মাটিতে অ্যাসেজ সিরিজে লজ্জাজনক জায়গায় দাঁড়িয়ে ইংল্যান্ড।
টানা দুটো টেস্টে হারের পর দেশের মাটিতে অ্যাসেজ সিরিজে লজ্জাজনক জায়গায় দাঁড়িয়ে ইংল্যান্ড। বৃহস্পতিবার থেকে হেডিংলিতে শুরু হচ্ছে অ্যাসেজের তৃতীয় টেস্ট। ঐতিহ্যের অ্যাসেজ ট্রফি পুনরুদ্ধার করতে হলে বেন স্টোকসদের এবার বাকি তিনটি টেস্টেই জিতেই হবে। সিরিজ ড্র হলেও অ্যাসেজ ট্রফি থাকবে অজিদের দখলেই।
'ডু অর ডাই' ম্যাচে নামার আগে সমস্যা বাড়ল বেন স্টোকসের দলের। চোট পেয়ে অ্যাসেজ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার ওলি পোপ (Ollie pope)। পোপের পরিবর্তে এবার ইংল্য়ান্ডের হয়ে চলতি অ্যাসেজে তিন নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে ড্যান লরেন্সকে। আরও পড়ুন-উইম্বলডনে ম্যাচ চলাকালীন ঘাসের উপর পিছলে পড়লেন ভেনাস উইলিয়ামস, হাঁটুতে চোট নিয়েই খেললেন এলিনা সভিটোলিনার বিপক্ষে
দেখুন টুইট
লর্ডসে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান পোপ। তাঁর চোটের যা অবস্থা তাতে চলতি অ্য়াসেজে তাঁর আর খেলার সম্ভাবনা থাকল না। চলতি অ্যাসেজে দুটি টেস্টে চারটি ইনিংসে পোপ করেন যথাক্রমে ৩১, ১৪,৪২ ও ৩ রান। অ্য়াসেজ সিরিজ আগে পোপকে তুরুপের তাস হিসেব দেখা হচ্ছিল। অ্য়াসেজ সিরিজ শুরুর আগে তিনি লর্ডসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করেছিলেন।