Akaay Kohli: অস্ট্রেলিয়ার গ্যালারি থেকে ফাঁস হওয়া ছবিটি কি 'বিরুষ্কা' পুত্র আকায়ের? জল্পনা উড়িয়ে সত্যি জানালেন বিরাটের দিদি

রবিবারও ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ দেখতে পৌঁছে গিয়েছিলেন অনুষ্কা। গ্যালারি থেকে অনুষ্কার পাশাপাশি ক্যামেরায় ধরা পড়ে একরত্তি ছেলের ছবি। যা দেখে অনাসায়েই নেটিজেনরা ধরে নিলেছিলেন এই খুদেই বোধ হয় 'বিরুষ্কা'র ছেলে আকায়।

Akaay Kohli Photo Leaked (Photo Credits: X)

ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে ফাঁস হওয়া একরত্তির ছবিটি কি আদৌ বিরাট অনুষ্কার ছেলে আকায় কোহলির (Akaay Kohli)? সেই জল্পনাই ঘুরছে গত চব্বিশ ঘণ্টা ধরে।

রবিবার অস্ট্রেলিয়ার পার্থে (Perth) ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচের (India vs Australia 1st Test 2024) মাঝে গ্যালারি থেকে ফাঁস হয় ওই খুদের ছবি। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির কোলে শুয়ে রয়েছে একরত্তি। ঠিক তাঁর সামনেই দাঁড়িয়ে রয়েছেন বিরাট (Virat Kohli) পত্নী অনুষ্কা। এই ছবি দেখে অনাসায়েই নেটিজেনরা ধরে নিলেছিলেন এই খুদেই বোধ হয় 'বিরুষ্কা'র ছেলে আকায় (Akaay Kohli)।

বিরাটের (Virat Kohli) প্রায় সব ম্যাচেই গ্যালারিতে দেখা যায় স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma)। রবিবারও ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ দেখতে পৌঁছে গিয়েছিলেন তিনি। গ্যালারি থেকে অনুষ্কার (Anushka Sharma) পাশাপাশি ক্যামেরায় ধরা পড়ে একরত্তি ছেলের ছবি। তবে সেই শিশুকে আকায় ভেবে সোশ্যাল মিডিয়ায় যে হারে তার ছবি ছড়িয়ে পড়েছিল, শেষমেশ মুখ খুলতে বাধ্য হন বিরাট কোহলির দিদি ভাবনা কোহলি ডিংরা (Bhawna Kohli Dhingra)। নেটবাসীর ভুল ভাঙিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাবনা জানালেন, 'নেটপাড়া জুড়ে সবাই বিরাট এবং অনুষ্কার বন্ধুর মেয়েকে আকায় ভাবছেন। কিন্তু ছবির ওই শিশটি আকায় নয়'।

Virat Kohli's Sister Instagram Post (Photo Credits: Instagram)

চলতি বছরের ফেব্রুয়ারিতেই বিরাট-অনুষ্কার কোলে এসেছে ছেলে আকায়। জন্মের পর থেকে ছেলে আকায় কিংবা মেয়ে ভামিকার মুখ সোশ্যাল মিডিয়া এবং পাপারাৎজির থেকে দূরে রেখেছেন তারকা দম্পতি। তাও নানাভাবে মেয়ে ভামিকার ছবি ফাঁস হয়েছে। বিরুষ্কা বারংবার চিত্র সাংবাদিকদের কাছে অনুরোধ করেছেন তাঁদের সন্তানের ছবি না তোলার জন্যে।