Jan Nicol Loftie-Eaton: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, ৩৩ বলে শতরান নামিবিয়ার লফটি ইটনের

মঙ্গলবার কীর্তিপুরে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়োজক নেপালের বিরুদ্ধে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ড গড়লেন নামিবিয়ার জান নিকোল লফটি-ইটন।

Jan Nicol Loftie-Eaton. (Photo Credits: X)

33-ball T20I hundred: আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বিস্ফোরক ব্যাটিংয়ের নয়া রেকর্ড। মঙ্গলবার কীর্তিপুরে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়োজক নেপালের বিরুদ্ধে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ড গড়লেন নামিবিয়ার জান নিকোল লফটি-ইটন (Jan Nicol Loftie-Eaton)। রোহিত শর্মা ও ডেভিড মিলারের ৩৫ বলে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন নামিবিয়ার ব্যাটার ইটন।

নেপালের বিরুদ্ধে নামিবিয়া যখন ১১ ওভারে ৩ উইকেট ৬২ রান করে বিপদে পড়েছে, তখনই পাঁচ নম্বরে ব্য়াট করতে নামেন ইটন। এরপর নেপালের মাঠে ইটন সুনামি। শুধু চার আর ছয়। শেষ পর্যন্ত ৩৬ বলে ১০১ করে আউট হন লফটি-ইটন। ২২ বছরের নামিবিয়ার এই ব্যাটার ১১টি বাউন্ডারি, ৮টি ওভার বাউন্ডারি মারেন। ইটন সুনামিতে প্রথমে ব্যাট করে নামিবিয়া করে ২০৬ রান। জবাবে নেপাল১৮৬ রানে অল আউট হয়ে যায়। রেকর্ড গড়া সেঞ্চুরির পর ইটন বল হাতে দুটি উইকেটও নেন।

এই ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্টে নেপাল, নামিবিয়া ছাড়াও খেলছে নেদারল্যান্ডস। কাল, বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি নেপাল ও নেদারল্যান্ডস।