WPL 2023: মহিলাদের প্রথম আইপিএলের ফাইনালে দিল্লি বনাম মুম্বই, ইউপিকে হারিয়ে রবিবার ফাইনালে আম্বানির দল
মহিলাদের প্রথম আইপিএলের ফাইনালে উঠল মুম্বই ইন্ডিয়ন্স। শুক্রবার নবি মুম্বইয়ে ইউপি ওয়ারিয়র্সকে ৭২ রানে হারিয়ে ফাইনালে উঠল হরমনপ্রীত কৌরের নেতৃত্বে খেলা মুম্বই।
মহিলাদের প্রথম আইপিএলের ফাইনালে উঠল মুম্বই ইন্ডিয়ন্স। শুক্রবার নবি মুম্বইয়ে ইউপি ওয়ারিয়র্সকে ৭২ রানে হারিয়ে ফাইনালে উঠল হরমনপ্রীত কৌরের নেতৃত্বে খেলা মুম্বই। রাউন্ড রবীন লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে দিল্লি ক্যাপিটালস আগেই ফাইনালে উঠেছিল। এবার এলিমিনটের জিতে খেতাবি লড়াইয়ে মুম্বই।
রবিবার প্রথমবার আয়োজিত হওয়া মহিলাদের আইপিএলের ফাইনালে ব্রাবোর্ন স্টেডয়ামে খেলবে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ন্স। দেখা যাক প্রথম আইপিএল জেতার নজির কে গড়ে- দিল্লির অধিনায়িকা মেগ লাননিং নাকি মুম্বইয়ের হরমনপ্রীত কৌর।
দেখুন টুইট
এদিন এলিমেনেটরে ইউপি-কে কার্যত দাঁড়াতেই দিল না মুম্বই। ন্যাট স্কিভার-ব্রান্টের ৩৮ বলে ৭২ রানের সৌজন্য মুম্বই করে ৪ উইকেটে ১৮২ রান। বড় রান তাড়া করতে নেমে ইউপি কখনই সুবিধা করতে পারেনি। মাত্র ২১ রানেই তিন উইকেটে হারিয়ে বসেন আলসে হেলির দল। এরপর কিন নাভগিরে কিছুটা চেষ্টা করেন। কিন্তু নীতি আম্বানির দলের ব্রিটিশ পেসার ইসি ওং হ্যাটট্রিক সহ চার উইকেটের অবিশ্বাস্য স্পেল করে মুম্বইয়ের ফাইনালে ওঠার কাজটা অনেকটা সহজ করে দেন। হ্যাটট্রিক সহ ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন ওং। মহিলাদের আইপিএলে এটাই প্রথম হ্যাটট্রিক। তাও আবার ফাইনালে ওঠার ম্যাচে।