Dhoni vs Pant: টেস্টে ধোনির থেকে কি অনেক ভাল ব্যাটার পন্থ! কী বলছে পরিসংখ্যান

৯০টি টেস্ট খেলে ধোনির মোট ৬টি সেঞ্চুরি করেছেন। সেখানে ৪৪তম টেস্টে নেমে পন্থ ৭টি সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন। সেই সঙ্গে পন্থ টেস্টে পাঁচবার ৯০-এর ঘরে আউট হয়েছেন।

Dhoni vs. Pant (Photo Credits: X)

Dhoni vs Pant: ক্রিকেটের আসল ফর্ম্যাট পাঁচদিনের খেলায় কি মহেন্দ্র সিং ধোনিকে কি ছাপিয়ে গিয়েছেন ঋষভ পন্থ? লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করে ধোনির রেকর্ড ভেঙে দিয়েছেন পন্থ। লিডসে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করা পন্থ ১৩৪ রানের ঝকঝকে ইনিংস খেললেন। ভারতীয়দের মধ্যে উইকেটকিপার-ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সংখ্যক সেঞ্চুরির বিষয়ে ধোনিকে (৬টি) লিডসে ছাপিয়ে গেলেন পন্থ। ধোনি ৯০টি টেস্ট খেলে ৬টি সেঞ্চুরি করেছেন, সেখানে পন্থ মাত্র ৪৩টি টেস্ট খেলেই ৭টি সেঞ্চুরি করে ফেললেন। পাশাপাশি গত বছর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯৯ সহ ৯০-র ঘরে পাঁচবার আউট হয়েছেন। পন্থের ৭টি টেস্ট সেঞ্চুরির পাঁচটিই এসেছে বিদেশের মাটিতে। ক্রিকেটের তিন বড় শক্তি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় টেস্ট সেঞ্চুরি আছে পন্থের। তার মধ্যে ইংল্যান্ডেই পন্থের তিনটি টেস্ট সেঞ্চুরি আছে। পাঁচদিনের ক্রিকেটে বিদেশের মাটিতে পন্থের এই চমকপ্রদ সাফল্যের কাছে ধোনির রেকর্ড কিছুটা অনুজ্জ্বল বলা চলে। ধোনি টেস্ট ক্রিকেটে যে ৬টি টেস্ট সেঞ্চুরি করেছেন, তার সবগুলিই এশিয়ায় (ভারত ও পাকিস্তানে)।

তবে এখনও পর্যন্ত পন্থের কোনও ডবল সেঞ্চুরি না থাকলেও ধোনির আছে। ২০১৩ সালে চেন্নাই টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধোনি ২২৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন। এমনিতে দেশের মাটিতে টেস্টে ধোনির রেকর্ড ভাল। কিন্তু বিদেশের মাটিতে, বিশেষ করে সবুজ-সজীব পিচে ধোনিকে বেশ কিছুবার নড়বড়ে দেখিয়েছে। সেখানে বিদেশের মাটিতে পন্থ গত কয়েক বছর ধরেই টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় ম্যাচ উইনার। পন্থের ভয়ডরহীন ব্যাটিংয়ে ভর করে টেস্টে বিদেশের মাটিতে বড় সাফল্য পাচ্ছে ভারত। ধোনি যেমন অধিনায়ক হিসেবে কিংবদন্তি হয়েছেন, তেমনই বিদেশের মাটিতে টিম ইন্ডিয়ার তুরুপের তাস পন্থ। দুজনেই আলাদা সময়, আলাদা পরিস্থিতি ক্রিকেট খেলেছেন। তাই তুলনা করা হলে ফল অসম হতে বাধ্য। তবে এ কথা বলা যায়, ধোনির যোগ্য উত্তরসূরি পন্থ সেটা বলার আর কোনও অপেক্ষাই থাকে না। পন্থ যে টেস্ট ক্রিকেটে আগামী দিনে ভারতীয় উইকেটকিপার-ব্যাটারদের কাছে সাফল্যের সবচেয়ে বড় উদাহরণ হয়ে উঠছেন তা নিয়ে সন্দেহ নেই।

এক নজরে ধোনি ও পন্থের টেস্ট পারফরম্যান্স এক নজরে--

টেস্টে পন্থের সেঞ্চুরি কাদের বিরুদ্ধে, কটি

টেস্টে পন্থের ৭টি সেঞ্চুরি এসেছে যেসব দেশের বিরুদ্ধে

ইংল্য়ান্ডের বিরুদ্ধে: ৩টি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে: ২টি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে: ১টি

বাংলাদেশের বিরুদ্ধে: ১টি

বিদেশের মাটিতে: ৫টি

দেশের মাটিতে: ২টি

পন্থের সেঞ্চুরি আছে যেসব দেশে: ইংল্য়ান্ডে (৩টি), অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় ১টি করে।

টেস্টে ধোনির সেঞ্চুরি কাদের বিরুদ্ধে, কটি

শ্রীলঙ্কার বিরুদ্ধে: ২

পাকিস্তানের বিরুদ্ধে: ১

দ.আফ্রিকার বিরুদ্ধে: ১

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে: ১

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে: ১

ধোনির ৬টি সেঞ্চুরির মধ্যে ৫টিই দেশের মাটিতে, একটি পাকিস্তানে। এশিয়ার বাইরে ধোনির কোনও টেস্ট সেঞ্চুরি নেই।

টেস্টে ব্যাটিং গড়

পন্থ: ৪২

ধোনি: ৩৮

ডবল সেঞ্চুরি

ধোনি: ১টি

পন্থ: এখনও পর্যন্ত নেই

টেস্টে সর্বোচ্চ রান

ধোনি: ২২৪ রান

পন্থ: ১৫৯ রান অপরাজিত

টেস্টে মোট রান

ধোনি: ৪ হাজার ৮৭৬ রান

পন্থ: ৩ হাজার+

ধোনি ও পন্থের সেঞ্চুরির তালিকা

পন্থের ৭টি টেস্ট সেঞ্চুরি

১) ইংল্যান্ডের বিরুদ্ধে (২০১৮ সালে,লিডসে), ১১৪ রান

২) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (২০১৯ সালে, সিডনি), ১৫৯ রান অপরাজিত

৩) ইংল্যান্ডের বিরুদ্ধে (২০২১ সালে, আমেদাবাদ), ১০১ রান

৪) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (২০২২ সাল, কেপটাউন), ১০০ অপরাজিত

৫) ইংল্যান্ডের বিরুদ্ধে (২০২২ সাল, বার্মিংহ্যাম), ১৪৬ রান

৬) বাংলাদেশের বিরুদ্ধে (২০২৪ সাল, চেন্নাই), ১০৯ রান

৭) ইংল্যান্ডের বিরুদ্ধে (২০২৫ সাল, লিডস), ১৩৪ রান

ধোনির ৬টি টেস্ট সেঞ্চুরি

১) পাকিস্তানের বিরুদ্ধে (২০০৬ সালে, ফয়সালাবাদ), ১৪৮ রান

২) শ্রীলঙ্কার বিরুদ্ধে (২০০৯ সাল, আমেদাবাদ), ১১০ রান

৩) শ্রীলঙ্কার বিরুদ্ধে (২০০৯ সাল, মুম্বই), ১০০ অপরাজিত

৪) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (২০১০ সাল, কলকাতা), ১৩২ অপরাজিত

৫) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (২০১১ সাল, কলকাতা), ১৪৪ রান

৬) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (২০১৩ সাল, চেন্নাই), ২২৪ রান

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement