Moroccan Fans: ফ্রান্সের কাছে হারের ক্ষোভে দাঙ্গা, অশান্তি মরক্কোর সমর্থকদের
কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে ০-২ গোলে হেরে যায় মরক্কো। পুরো বিশ্বকাপে অবিশ্বাস্য ফুটবল খেলা মরক্কো সেমিতে ফরাসিদের কাছে পরাস্ত হয়।
কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে ০-২ গোলে হেরে যায় মরক্কো। পুরো বিশ্বকাপে অবিশ্বাস্য ফুটবল খেলা মরক্কো সেমিতে ফরাসিদের কাছে পরাস্ত হয়। এই হারের ক্ষোভে ফরাসি সমর্থক, পুলিশদের ওপর হামলা চালাল মরোক্কান সমর্থকরা। বেলজিয়াম, ফ্রান্সের বিভিন্ন জায়গায় এমবাপেদের কাছে হারের ঠিক পড়েই মশাল, আগুন ছেড়ে কার্যত দাঙ্গা চালায় মরক্কোর সমর্থকরা। মরোক্কান ফুটবল গুণ্ডা-সমর্থকরা ক্রমশ মাথাব্যথা হয়ে উঠেছেন ইউরোপের পুলিশের। জেতা-হারা, দুটোর পরই দুটো আলাদা কারণে বড় অশান্তি বাঁধাচ্ছেন আরব আফ্রিকান দেশের সমর্থকরা।
রাস্তায় নেমে অশান্তি শুরুর পর বেলজিয়ামের ব্রাসেলস, ফ্রান্সের মন্টপেলিয়ার- নাইসের মত জায়গায় সাধারণ মানুষদের ঘরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। আরও পড়ুন-
দেখুন ভিডিয়ো
মরক্কোর সমর্থকদের হামলায় বেশ কয়েকজন ফরাসি পুলিশ গুরুতর জখম হন। বেশ কিছু সরকারী সম্পত্তিরও ক্ষতি হয়। গ্রুপ লিগে বেলজিয়ামের বিরুদ্ধে মরক্কোর জয়ের পরেও ব্রাসেলেসে দাঙ্গা হয়েছিল। ব্রাসেলস দাঙ্গা লাগানোর জন্য বেলজিয়ামে থাকা মরক্কোনরা কাঠগড়ায় উঠেছেন। প্রসঙ্গত, আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছিল মরক্কো। বেলজিয়াম, স্পেন, পর্তুগালের মত দেশকে হারিয়ে সেমিতে ওঠে তারা।