Mohammed Shami: কাজল না রণবীর কাপুর, মাঠে টাওয়াল জড়িয়ে শামিকে কার মত দেখাচ্ছে, মজার তর্কে নেটিজনরা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পঞ্চম দিনে মহম্মদ শামি হলেন দিনের নায়। কিউই ইনিংসের গুরুত্বপূর্ণ চারটি উইকেট তুলে নিয়ে শামি বাহবা পেলেন। ম্যাচের মাঝেই শামিকে দেখা গেল টাওয়েল জড়িয়ে আছেন। যা নিয়ে নেটিজনরা নানা মজার পোস্ট করলেন, দেখুন সেগুলি

সাউদাম্পটন, ২৩ জুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পঞ্চম দিনে মহম্মদ শামি হলেন দিনের নায়। কিউই ইনিংসের গুরুত্বপূর্ণ চারটি উইকেট তুলে নিয়ে শামি বাহবা পেলেন। ম্যাচের মাঝেই শামিকে দেখা গেল টাওয়েল জড়িয়ে আছেন। যা নিয়ে নেটিজনরা নানা মজার পোস্ট করলেন, দেখুন সেগুলি--

Is he gonna dance on " mere khwabon me jo aye" ?? pic.twitter.com/fYLxoZvPDg

Shami at WTC Final >>>> Ranbir Kapoor in Saawariya https://t.co/FnvSLjz287