Ind vs Aus 1st Test: স্টার্ক, হ্যাজেলউডকে ছাড়াই নাগপুর টেস্টে নামতে হচ্ছে অস্ট্রেলিয়াকে

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামার আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। আগামী বৃহস্পতিবার থেকে নাগপুরে শুরু হতে চলা টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অজির পাচ্ছে না দলের দুই তারকা পেসারকে।

Team Australia. (Photo Credits: Twitter)

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামার আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। আগামী বৃহস্পতিবার থেকে নাগপুরে শুরু হতে চলা টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অজির পাচ্ছে না দলের দুই তারকা পেসারকে। চোট থাকায় নাগপুর টেস্টে খেলতে পারবেন না দুই অজি পেসার- মিচেল স্টার্ক ও জোস হ্যাজেলউড। পাশাপাশি চোট থাকায় বল করতে পারবেন না ক্যামেরন গ্রিনকে। হ্যাজেলউড শুধু নাগপুরে প্রথম টেস্ট নয়, ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন না।

ফলে কমলালেবুর শহরে রোহিত শর্মার দলের বিরুদ্ধে অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে পেসার হিসেবে থাকছেন স্কট বোল্যান্ড ও ল্যান্স মরিস। দুই স্পিনার হিসেবে খেলছেন ন্যাথান লিঁয়, অ্যাস্টন অগার। আরও পড়ুন-ডেভিস কাপে গ্রুপ ওয়ানের প্লে-অফে ২-৩ ব্যবধানে হারল ভারতীয় টেনিস দল

দেখুন টুইট

অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্রথম একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, স্টিভ স্মিথ, মার্নাস লাবুসানে, ট্র্যাভিস হেড/ ক্যামরন গ্রিন, আলেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, ল্যান্স মরিস,ন্যাথান লিঁয়, অ্যাস্টন অগার।

রিজার্ভ বেঞ্চে- ম্যাট রেনশ, মিচেল সুইপসন, পিটার হ্যান্ডসকম্ব, টড মারফি।

চোটের জন্য নেই- মিচেল স্টার্ক, জোস হ্যাজেলউড।