রোনাল্ডোকে ছাড়াই লিভারপুলকে হারিয়ে চমক ম্যানচেস্টার ইউনাইটেডের

দেওয়াল পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়াল ম্যানচেস্টার ইউনাইটেড। আজ, মঙ্গলবার রাতে প্রিমিয়র লিগে তাদের দ্বিতীয় ম্যাচে গতবারের রানার্স লিভারপুল ২-১-এ হারিয়ে চমকে দিল এরিক টেন হ্যাগের দল।

Manchester United (Photo Credits: Getty Images)

লন্ডন, ২৩ অগাস্ট: দেওয়াল পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়াল ম্যানচেস্টার ইউনাইটেড। আজ, মঙ্গলবার রাতে ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়র লিগে তাদের দ্বিতীয় ম্যাচে গতবারের রানার্স লিভারপুল ২-১-এ হারিয়ে চমকে দিল এরিক টেন হ্যাগের দল। চলতি মরসুমে প্রিমিয়র লিগে এটাই লাল ম্যানচেস্টারের প্রথম জয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখেই লিভারপুলের মত হেভিওয়েটকে হারিয়ে দিল ম্যান ইউ।

নিজেদের ঘরের মাঠে এই ডার্বিতে ম্যাচের ১৬ মিনিটে জেডন সাঞ্চোর গোলে এগিয়ে যায় লাল ম্যানচেস্টার। ৫৩ মিনিটে দলের লিড বাড়ান রাশফোর্ড। ৮১ মিনিটে লিভারপুলের হয়ে ব্যবধান কমান মোহম্মদ সালাহ।

ব্রেন্টফোর্ডের কাছে ০-৪ গোলে হারের মহালজ্জা কাটিয়ে যেভাবে রাশফোর্ড হারিয়ে দিলেন সালহা-দের তা সত্যি অবাক করা। অন্যদিকে, প্রথম দুটি ম্যাচে ড্রয়ের পর ম্যান ইউয়ের কাছে হেরে লিগ তালিকায় তলিয়ে গেল লিভারপুল। গত মরসুমে প্রিমিয়র লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের রানার্স লিভারপুল এবার কিছুতেই ছন্দ খুঁজে পাচ্ছে না। এই ম্যাত জিতে লিগ তালিকায় ১৪ নম্বরে উঠে এলে ম্যান ইউ। লিভারপুল নেমে গেল ১৬তম স্থানে।



@endif