UEFA Champions League Final, Man City vs Chelsea: কখন, কোথায়- কীভাবে দেখতে পাবেন ইউরোপ সেরার লড়াই
আজ, শনিবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে (UEFA Champions League Final) মুখোমুখি ইংল্যান্ডের দুই ক্লাব। ম্যানচেস্টার সিটি (Manchester City-Chelsea)। ইংলিশ প্রিমিয়র লিগের দুই ক্লাব ধারেভারে একেবারে সমান সমান।
পোর্তো, ২৯ মে: আজ, শনিবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে (UEFA Champions League Final) মুখোমুখি ইংল্যান্ডের দুই ক্লাব। ম্যানচেস্টার সিটি (Manchester City-Chelsea)। ইংলিশ প্রিমিয়র লিগের দুই ক্লাব ধারেভারে একেবারে সমান সমান। ম্যানচেস্টার সিটি একেবারে হাসতে হাসতে এবারের প্রিমিয়র লিগে চ্যাম্পিয়ন হয়, অন্যদিকে, চেলসি শেষ ম্যাচে হেরেও বারতজোরে চতুর্থ স্থানে থেকে আগামিবছর চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট জোগাড় করে। তবে ক দিনের ব্যবধানে পরপর দু বার ম্যানচেস্টার সিটিকে হারায় চেলসি। এই ব্যাপারটা চেলসিকে মানসিকভাবে এগিয়ে রাখবে। দু দলে আছেন দুই ধুরন্ধর কোচ। আরও পড়ুন: IPL 2021: আরব আমিরশাহিতে সরানো হল আইপিএল ২০২১
ম্যানচেস্টার সিটির কোচ লিওনেল মেসির বার্সেলোনাকে এর আগেও দু বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব এনে দিয়েছেন। এবার জিতলে বিশ্বের চতুর্থ কোচ হিসেবে তিবার চ্যাম্পিয়ন লিগ জিতবেন কোচ গুয়ার্দিওসলা। দুটো আলাদা ক্লাবের কোচ হয়েও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের রেকর্ডও গড়বেন পেপ।
অন্যদিকে, টানা দু বার দুটো আলাদা ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নামবেন কোচ টমাস তুচেল। গতবার পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছিলেন কোচ তুচেল। যদিও ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ফাইনালে হারতে হয়েছিল তুচেলের পিএসজি। এবার চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছেন তুচেল। এবার নিশ্চই আর রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে চাইবেন না তুচেল।
আসুন দেখে নেওয়া যাক আজকের চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল ম্যাচ নিয়ে
ভারতীয় সময় কটা থেকে শুরু হবে ম্যানচেস্টার সিটি-চেলসির মধ্যে এই ফাইনাল ম্যাচ
আজ শনিবার রাত সাড়ে ১২টা থেকে (ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী রবিবার পড়ে যাচ্ছে)
কোথায় আয়োজিত হবে ম্যানচেস্টার সিটি বনাম চেলসির ফাইনাল ম্যাচ
পর্তুগালের পোর্তোয় আয়োজিত হবে ইউরোপ সেরার লড়াই
কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে এই ম্যাচ
সোনি টেন নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে ম্যাচ। সোনি টেন টু, সোনি টেন থ্রি, সোনি টেন টু এইচডি-র মাধ্যমে সরাসরি দেখা যাবে ম্যাচ।
অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে কীভাবে দেখা যাবে ম্যাচ
সোনি লিভ অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে ম্যাচ। এর জন্য সোনি লিভের সাবস্ক্রিপশন দেখা জরুরি।
কোন দল ফাইনালে এগিয়ে?
ফর্মের ভিত্তিতে সামান্য হলেও এগিয়ে ম্যানচেস্টার সিটি। সদ্য শেষ হওয়া প্রিমিয়র লিগে অনায়াসে চ্যাম্পিয়ন হয় ম্যান সিটি, সেখানে চতুর্থ স্থানে শেষ করে চেলসি। ধারেভারেও এগিয়ে ম্যানচেস্টার সিটি। তবে এ মরসুমে কিছু কিছু সময় চেলসি এমন কিছু ম্যাচ খেলছে যেখানে তাদের অপ্রতিরোধ্য দেখিয়েছে, আজ সেরকম কিছু খেললে তুচেলের বাহিনী চমকে দিতে পারে। তবে বিশেষজ্ঞরা পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটিকেই এগিয়ে রাখছেন।