2026 Commonwealth Games: অস্ট্রেলিয়ার পর এবার কমনওয়েলেথের আয়োজক হতে চাইল না মালয়েশিয়া

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার পর এবার ২০২৬ কমনওয়েলথ গেমসের আয়োজনের প্রস্তাবে সাড়া দিল না মালয়েশিয়া। গেমস আয়োজনে ব্যাপক খরচ, পরিকাঠামোগত অসুবিধার কারণে মালয়েশিয়া সরকার সিদ্ধান্ত নিল কমনওয়েলথ গেমসের আয়োজক না হওয়ার।

Commonwealth Games 2022 Inauguration Ceremony (Photo Credit: Phillip Riley/ Twitter)

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার পর এবার ২০২৬ কমনওয়েলথ গেমসের আয়োজনের প্রস্তাবে সাড়া দিল না মালয়েশিয়া। গেমস আয়োজনে ব্যাপক খরচ, পরিকাঠামোগত অসুবিধার কারণে মালয়েশিয়া সরকার সিদ্ধান্ত নিল কমনওয়েলথ গেমসের আয়োজক না হওয়ার। কুয়ালালামপুরে পর্যটন ব্যবস্থায় জোয়ার আনার জন্য ২০২৬ কমনওয়েলথ গেমসের আয়োজন করার প্রস্তাব গিয়েছিল মালয়েশিয়ার কাছে। ভিক্টোরিয়া সরে দাঁড়ানো পর এখন থেকে দু বছর বাদে গেমস আয়োজনের জন্য মালয়েশিয়াকে ১০০ মিলিয়ন পাউন্ড (১২৬.২২ মিলিয়ন মার্কিন ডলার) অর্থ সাহায্য দিতে রাজি ছিল কমনওয়েলথ কর্তৃপক্ষ। কিন্তু এরপরেও গেমস আয়োজনের বাকি অর্থ তাদের পক্ষে জোগাড় কার কঠিন হবে বলে মালয়েশিয়া জানিয়ে দিল তার আয়োজক হতে আগ্রহী নয়। ১৯৯৮ সালে শেষবার কুয়ালালামপুর (মালয়েশিয়ায়) কমনওয়েলথ গেমস আয়োজন হয়েছিল।

কমনওয়েলথ গেমস আয়োজনের চেয়ে সে দেশের ক্রীড়া পরিকাঠামো জোর দেওযার জন্য অর্থ খরচ করাটাই বেছে নিল মালয়েশিয়া। ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য ৬.৯ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার খরচ হওয়ার হিসেব করে তা থেকে সরে আসে ভিক্টোরিয়া। এবার দেখার ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজনে কারা আগ্রহ দেখায়।

প্রসঙ্গত, ২০১০ কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল ভারতের রাজধানী নয়া দিল্লি। শেষবার কমনওয়েলথ গেমস হয় ২০২২ সালে বার্মিংহ্যামে।