IPL Auction 2025 Live

KKR Official Statement: ইডেনে মোহনবাগান সমর্থকদের ঢুকতে বাধা? বিবৃতি দিয়ে কী বলল কেকেআর

গত শনিবার, ইডেন গার্ডেন্সে চলতি আইপিএলে তাদের শেষ ম্যাচে মুখোমুখি লখনৌ সুপার জায়েন্টেসের মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স।

Andre Russell. (Photo Credits: Twitter)

গত শনিবার, ইডেন গার্ডেন্সে চলতি আইপিএলে তাদের শেষ ম্যাচে মুখোমুখি লখনৌ সুপার জায়েন্টেসের মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে মোহনবাগানের সবুজ মেরুন জার্সিতে নামে আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি লখনৌ।

মোহনবাগানের অনেক সমর্থক তাই সবুজ মেরুন জার্সি পরে ইডেনে আসেন। মোহনবাগানের বেশ কয়েকজন সমর্থক অভিযোগ করেন, নাইট রাইডার্সের কয়েকজন কর্মী গেটে তাদের আটকে দেন লখনৌকে সমর্থন করার স্লোগান।

দেখুন কেকেআর-এর বিবৃতি

যে অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে কেকেআর অফিসিয়াল বিবৃতি দিয়ে জানাল, দর্শকদের স্টেডিয়ামে ঢোকা নিয়ে কেকেআর ম্যানজেমন্টের সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই। আমাদের বলা হয়েছিল আইপিএলে কঠোরভাবে চালু থাকা অ্যাম্বুশ মার্কেটিংয়ের নিয়ম লঙ্ঘনের কথা। স্পন্সরদের স্বার্থরক্ষার জন্য চালু আছে এই নিয়ম। কলকাতার মানুষদের ভালবাসায় কেকেআর কৃতজ্ঞ। আইপিএলের যে কোনও ফ্র্যাঞ্চাইডির মধ্যে সবচেয়ে বড় ভক্তকূল বা ফ্যানবেস আমাদের আছে, যারা প্রতিটি ম্যাচে ইডেন গার্ডেন্স ভরিয়ে দেন। কেকেআর কাউকে অসম্মান করে না, করবে না, করেনি।