KKR vs MI: বুমরা-র আগুনের জবাব কামিন্সদের কামড়ে দিয়ে মুম্বই বধ কলকাতার, টিকে থাকলেন শ্রেয়সরা

সোমবার নবি মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ন্সকে ৫২ রানে উড়িয়ে আইপিএলে টিকে থাকল কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ন্সের তারকা পেসার জশপ্রীত বুমরার মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট নেওয়া আগুন স্পেল সামলে কলকাতা জিতল অনায়াসে।

Pat Cummins (Picture Credits: twitter)

নবি মুম্বই, ৯ মে: সোমবার নবি মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai Indians)-কে ৫২ রানে উড়িয়ে আইপিএলে (IPL 2022) টিকে থাকল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Kinght Riders)। মুম্বই ইন্ডিয়ন্সের তারকা পেসার জশপ্রীত বুমরার মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট নেওয়া আগুন স্পেল সামলে কলকাতা জিতল অনায়াসে। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সাত নম্বরে উঠে এল কলকাতা। লিগের শেষ দুটি ম্যাচ জিতলে শাহরুখ খানের দলের পয়েন্ট দাঁড়াবে ১৪। ১৪ পয়েন্টে এখন দাঁড়িয়ে লিগ তালিকায় তিন ও চারে আছে রাজস্থান ও বেঙ্গালুরু। প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত লখনৌ (১১ ম্যাচে ১৬) ও গুজরাটের (১১ ম্যাচে ১৬)।

পয়েন্ট তালিকায় কলকাতার আগে আছে দিল্লি (১১ ম্যাচে ১০), হায়দরাবাদ (১১ ম্যাচে)। নেট রান রেটে কলকাতার পিছনে পঞ্জাব (১১ ম্যাচে ১০)। ৯ নম্বরে থাকা ধোনিরাও (১১ ম্যাচে ৮)-ও এখনও প্লে অফের প্রশ্নে ছিটকে যাননি। একমাত্র মুম্বই (১১ ম্যাচে ৪ পয়েন্ট)।

পয়েন্ট তালিকাতেই পরিষ্কার  প্লে অফে ওঠার স্বপ্ন এখনও অনেকটা দূরে হলেও মুম্বই-কে এদিন বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে ভেসে থাকল কলকাতা। মুম্বইয়ের কাছে হারলে যেমন কলকাতার আজ বিদায় নিশ্চিত থাকত। আরও পড়ুন: টি-টোয়েন্টি ফরম্যাটে ২০০টি ক্যাচ, নয়া খেতাবের অধিকারী মহেন্দ্র সিং ধোনি

প্রথমে ব্যাট করে কলকাতার ১৬৫ রানের জবাবে মু্ম্বই মাত্র ১৭.৩ ওভারে ১১৩ রানে অল আউট হয়ে যায়। ইশাণ কিষাণ (৪৩ বলে ৫১) মুম্বইয়ের আর কোন ব্যাটর রান পাননি। মুম্বই তাদের শেষ ৬টা উইকেট হারায় ১৩ রানে। কেকেআর-এ বোলিং দারুণ হয়। কেকেআর-এর তিন বিদেশী পেসার- টিম সাউদি, প্যাট কামিন্স ও আন্দ্রে রাসেল মিলিয়ে কলকাতা তোলে ৬টি উইকেট। মুম্বইয়ের তিন ব্যাটার রান আউট হন। ইশান কিষাণের উইকেট সহ কামিন্স ২২ রান দিয়ে নেন ৩ উইকেট। রোহিত শর্মা (২)-কে আউট করা সাউদি ৩ ওভার বল করে দেন মাত্র ১০ রান। রাসেল নেন দুটি উইকেট। কেকেআর-এর হয়ে সর্বোচ্চ রান করেন ভেঙ্কটেশ আয়ার (২৪ বলে ৪৩) ও নীতীশ রান (২৬ বলে ৪৩)।

বুমরা আক্রমণে আসতেই তাসের ঘরের মত ভেঙে পড়ে মুম্বইয়ের ইনিংস। কেকেআর-এর শেষ চারজন ব্যাটসম্যান করেন ০ রান। কেকেআর-এক স্কোর একটা সময় ছিল ১৪.১ ওভারে ৩ উইেকেটে ১৩৬। সেখান থেকে শেষ ৩৫ টা বলে কেকেআর করে মাত্র ২৯ রান, পড়ে যায় ৬টা উইকেট। বুমরার বলে আউট হন রানা (৪৩),, রাসেল (৯), শেলডন জ্যাকসন (৫), কামিন্স (০), নারিন (০)।

এইটা জয়-পরাজয়ে বড় ফ্যাক্টর হতে পারত। কিন্তু রোহিতদের খারাপ ব্যাটিং আর কামিন্সদের শৃঙ্খলাথাকা বোলিংয়ের কারণে কেকেআর শেষ হাসি হাসে। হারলেও পাঁচ উইকেটের অবিশ্বাস্য স্পেলের জন্য বুমরাকেও ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয়। কলকাতার শেষ দুটি ম্যাচ হায়দরাবাদ (১৪ মে) , লখনৌ (১৮ মে)-এর বিরুদ্ধে।