Karachi Test, Pak vs NZ: সরফরাজের অবিশ্বাস্য ইনিংসের পর করাচির টেস্ট রুদ্ধশ্বাস ড্র

সাম্প্রতিক কালের সেরা টেস্ট ম্যাচ হয়ে থাকল করাচিতে পাকিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচ। করাচিতে শেষ দিনে একেবারে অবিশ্বাস্য ম্য়াচ।

Sarfarz Ahmed. (Photo Credits: Twitter)

সাম্প্রতিককালের সেরা টেস্ট ম্যাচ হয়ে থাকল করাচিতে পাকিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচ। করাচিতে শেষ দিনে একেবারে অবিশ্বাস্য ম্য়াচ। শেষ অবধি খারাপ আলোর কারণে যখন ম্যাচ ড্র ঘোষণা করলেন আম্পায়রারা, তখন পাকিস্তান জয় থেকে মাত্র ১৫ রান, আর নিউ জিল্যান্ড ১ উইকেট দূরে দাঁড়িয়ে ছিল। খেলায় তখনও তিন ওভার বাকি ছিল। কেউ না কেউ জিতত বা হারত। কিন্তু আর আলো না থাকায় ম্যাচ ড্র ঘোষণা করা হয়।

দ্বিতীয় ইনিংসে ডিক্লেয়ার ঘোষণা করেও হারের মত জায়গা থেকে বাঁচল কিউইরা। আবার দ্বিতীয় ইনিংসে ৮০ রানে ৫ উইকেট হারিয়ে নিশ্চিত হারের মত জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ বাচাল পাকিস্তান। কঠিন পিচ ও পরিস্থিতিতে দাঁড়িয়ে ১১৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে টেস্ট ক্রিকেটের চির স্মরণীয় ইনিংস খেলেন পাকিস্তানের তারকা উইকেটকিপার-ব্যাটার সরফরাজ আহমেদ। প্রথম সাউদ সাকিল (৩২), তারপর আঘা সলমনকে (৩০) নিয়ে দারুণ লড়ে দলকে অবিশ্বাস্য জয়ের মুখে দাঁড় করিয়েছিলেন সরফরাজ। তবে জয় থেকে ৩২ রান দূরে আউট হন সরফরাজ। তখন পাকিস্তানের স্কোর ৯ উইকেটে ২৮৭। শেষ উইকেটে নাসিম শাহ (১৫ অপরাজিত)-আব্রার আহমেদ (৭ অপরাজিত) দারুণ লড়েন। যোগ করেন ২১ রান। শেষ অবধি সরফরাজের অবিস্মরণীয় ইনিংসকে যোগ্য সম্মান দেন নাসিম-আব্রার। এই টেস্টে কেউ হারলে অন্যায় হত বলেই হত শেষ পর্যন্ত ড্র হল। আরও পড়ুন-

করাচিতে পঞ্চম তথা টেস্টে শেষ দিনের খেলা শুরু হয়েছিল পাকিস্তানের শূন্য রানে উইকেট থেকে। এরপর ইমাম উল হক (১২), বাবর আজম (২৭), শান মাসুদ (৩৫) দ্রুত ফিরে যান।

দেখুন টুইট

প্রথম ইনিংসে নিউ জিল্যান্ড এগিয়ে ছিল ৪১ রানে। ম্যাচ জেতার স্বার্থে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৭৭ রানে ডিক্লেয়ার দিয়েছিলেন টিম সাউদিরা। জিততে হলে টেস্টের চতুর্থ ইনিংসে পাকিস্তানকে করতে হত ৩১৯ রান। সেখানে ০ রানে ২ উইকেট হারিয়ে একেবারে চাপে ছিল পাকিস্তান। শেষ অবধি সরফরাজের ইনিংস সব হিসেব উল্টে দিয়েছিল।

করাচি টেস্টের স্কোরবোর্ড

নিউ জিল্যান্ড ৪৪৯, ২৭৭/৫ (ডি:)

পাকিস্তান ৪০৮, ৩০৪/৯

ম্যাচ ড্র

সিরিজের ফল ০-০

ম্যাচ ও সিরিজ সেরা সরফরাজ আহমেদ