Karachi Test: পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করতে ইংল্যান্ডের চাই আর ৫৫ রান , জিততে বাবরদের দরকার ৮ উইকেট

পাকিস্তানে ৩-০ টেস্ট সিরিজ জয়ের মুখে ইংল্যান্ড ক্রিকেট দল। সোমবার করাচি টেস্টের তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড একেবারে চালকের আসনে। করাচি টেস্টে জিততে বেন স্টোকসদের চাই মাত্র ৫৫ রান, হাতে এখনও ৮ উইকেট।

Ben Stokes

করাচি, ১৯ ডিসেম্বর: পাকিস্তানে ৩-০ টেস্ট সিরিজ জয়ের মুখে ইংল্যান্ড ক্রিকেট দল। সোমবার করাচি টেস্টের তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড একেবারে চালকের আসনে। করাচি টেস্টে জিততে বেন স্টোকসদের চাই মাত্র ৫৫ রান, হাতে এখনও ৮ উইকেট। চতুর্থ ইনিংসে জয়ের জন্য ১৭৭ রান তাড়া করতে নেমে, ধুন্ধুমার ব্যাটিং করে মাত্র ১৭ ওভার খেলে ২ উইকেটে ১১২ রান তুলে ফেলেছে ইংল্যান্ড। ওপেনার বেন ডাকেট ৩৮ বলে ৫০ রান করে অপরাজিত আছেন। ডাকেটের সঙ্গে আছেন অধিনায়ক বেন স্টোকস (১০)। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের দুটি উইকেটই নিয়েছেন পাক বিষ্ময় স্পিনার আব্রার আহমেদ।

জ্যাক ক্রউলি (৪১) ও রেহান আহমেদ (১০)-কে আউট করেন আব্রার। চলতি টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ স্টোকসদের এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।

দেখুন টুইট

এর আগে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২১৬ রানে। অভিষেক টেস্টে খেলা ইংল্যান্ডের ১৮ বছরের স্পিনার রেহান আহমেদ ৪৮ রান দিয়ে নেন ৫ উইকেট,অপর স্পিনার জ্যাক লিচ নেন ৩টি উইকেট। বাবর আজম (৫৪), সাউদ শাকেল (৫৩) ভাল খেললেও বাকিরা ব্যর্থ হন। প্রথম ইনিংসে ইংল্যান্ডের লিড ছিল ঠিক ৫০ রানের।