LSG Coach Justin Langer: আইপিএলে রাহুলদের জন্য কোচ হিসেবে ল্যাঙ্কারকে আনছেন গোয়েঙ্কারা
এবারের আইপিএলে লিগ পর্যায়ে দারুণ খেলে প্লে অফে উঠেছিল লখনৌ সুপার জায়েন্টস। তবে শেষ অবধি এলিমেনটরে হেরে আর ফাইনালে উঠতে পারেনি সঞ্জীব গোয়েঙ্কার দল।
এবারের আইপিএলে লিগ পর্যায়ে দারুণ খেলে প্লে অফে উঠেছিল লখনৌ সুপার জায়েন্টস। তবে শেষ অবধি এলিমেনটরে হেরে আর ফাইনালে উঠতে পারেনি সঞ্জীব গোয়েঙ্কার দল। ২০২২ আইপিএলে প্রথমবার খেলার সুযোগ পেয়েই ফাইনালে খেলে লখনো সুপার জায়েন্টস।
এবার অধিনায়ক লোকেশ রাহুল টুর্নামেন্টের মোক্ষম সময়ে ছিটকে গেলেও লিগ তালিকায় প্রথম তিনে ছিল লখনৌ। আর এবার লখনৌয়ে কোচ করা আনা হতে পারে অস্ট্রেলিয়ার বিখ্যাত কোচ কথা প্রাক্তন তারকা ব্যাটার জাস্টিন ল্যাঙ্গারকে। এবার আইপিএলে আরপিএসজি গ্রুপের লখনৌ দলের কোচ হিসেবে ছিলেন জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের।
দেখুন টুইট
ফ্লাওয়ারে বদলে এবার রাহুলদের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পেতে ঝাঁপান সঞ্জীব গোয়েঙ্কা। বল বিকৃত কাণ্ডের পর বিধ্বস্ত অজি জাতীয় দলের কোচিং করে বড় সাফল্য এনে দিয়েছিলেন ল্যাঙ্গার। গত বছর অজি বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ নিয়ে ঝামেলার জেরে আচমকাই অস্ট্রেলিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ান ৫২ বছরের ল্যাঙ্গার।