Joe Root: ফের দুরন্ত ইনিংস, বড় নজিরের আরও কাছে রুট
দুরন্ত ফর্ম অব্যাহত ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুটের। মঙ্গলবার হ্যামিলটন টেস্টের চতুর্থ ইনিংস কঠিন পিচ ও পরিস্থিতিতে দাঁড়িয়ে ৫৪ রানের দুরন্ত ইনিংস খেললেন রুট।
দুরন্ত ফর্ম অব্যাহত ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট (Joe Root)-এর। মঙ্গলবার হ্যামিলটন টেস্টের চতুর্থ ইনিংস কঠিন পিচ ও পরিস্থিতিতে দাঁড়িয়ে ৫৪ রানের দুরন্ত ইনিংস খেললেন রুট। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ তথা তৃতীয় টেস্টে ইংল্যান্ড ৪২৩ রানের রেকর্ড ব্যবধানে হারলেও দ্বিতীয় ইনিংসে রুট ও জ্যাকব বেথেলের (৭৬)- ইনিংস প্রশংসা আদায় করল। সিরিজে ইংল্যান্ড জিতল ২-১। এই কিউই সফরে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রুট।
রুটের মাইলস্টোন
টেস্টে ৩৬টি সেঞ্চুরি করা রুটের এই ফর্ম্যাটে ১২ হাজার ৯৭২ রান করা হয়ে গেল। আর ২৮ রান করলেই বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে ১৩ হাজার ক্লাবের সদস্য হবেন রুট। সচিন তেন্ডুলকর (১৫ হাজার ৯২১), রিকি পন্টিং ( ১৩ হাজার ৩৭৮), জ্যাক কালিস (১৩ হাজার ২৮৯), রাহুল দ্রাবিড় (১৩ হাজারের পরেই সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় আছেন রুট (১২ হাজার ৯৭২ রান)। আর ৪০৭ রান করলেই পন্টিংকে ছাপিয়ে টেস্টে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক হবেন ৩৪ বছরের রুট । টেস্টে সর্বাধিক সেঞ্চুরির বিষয়ে রুট (৩৬) এখন সচিন (৫১), কালিস (৪৫), পন্টিং (৪১) ও সাঙ্গাকারা (৩৮)-র পিছনে আছেন। আরও বছর পাঁচেক খেললে সচিনের রেকর্ডও ভেঙে দিতে পারেন রুট, এমন কথাও বলছেন অনেকে।
ফের কবে টেস্টে নামছেন রুট
আগামী ৩০ ডিসেম্বর ৩৪-এ পড়বেন। কিউই সফরের পর এখন আর টেস্ট ম্যাচ নেই ইংল্যান্ডের। রুটদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলারও সম্ভাবনা নেই। ইংল্যান্ড আবার টেস্টে নামবে আগামী বছর মে মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে। তারপর জুনে টিম ইন্ডিয়া ইংল্যান্ডে গিয়ে পাঁচ টেস্টের সিরিজে খেলবে।