IPL 2022: ইডেনের বিরাট শোয়ে দুরন্ত সেঞ্চুরিতে রজতই রয়্যাল, রাহুলদের বিদায় দিয়ে রাজস্থানের সামনে বেঙ্গালুরু

ইডেন গার্ডেন্সে দুরন্ত জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র। লখনৌ সুপার জায়েন্টসকে চলতি আইপিএলে বিদায় দিয়ে কোয়ালিফায়ার টু-তে উঠল আরসিবি। হাই স্কোরিং ম্যাচে বিরাট কোহলি-ফাফ দু প্লেসি-দের দল ১৪ রানে হারাল লোকেশ রাহুলের দলকে।

Rajat Patidar, Dinesh Kartik. (Photo Credits: Twitter)

কলকাতা, ২৬ মে: ইডেন গার্ডেন্সে দুরন্ত জিতে ফাইনালের পথে আরও একধাপ এগোলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangalore) -র। লখনৌ সুপার জায়েন্টস (Lucknow Super Giants) কে চলতি আইপিএলে বিদায় দিয়ে কোয়ালিফায়ার টু-তে উঠল আরসিবি। হাই স্কোরিং ম্যাচে বিরাট কোহলি-ফাফ দু প্লেসি-দের দল ১৪ রানে হারাল লোকেশ রাহুলের দলকে। শুক্রবার কোয়ালিফায়ার টু-তে আমেদাবাদে মুখোমুখি রাজস্থান-বেঙ্গালুরু। সেই ম্যাচে যারা জিতবে তারা রবিবার ফাইনালে খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। গত দুটি আইপিএলে এলিমেনটরে হেরে বিদায় নেওয়া আরসিবি-এবার অবশেষে কোয়ালিফায়ার টু-তে উঠল। আর বিরাটদের কাছে হেরে ইডেনে গম্ভীর মুখেই বিদায় নিতে হল গৌতম গম্ভীরের দদল লখনৌ-কে। দু ইনিংস মিলিয়ে ইডেনে এদিন হল মোট ৪০০ রান। আরসিবি-র ২০৭ রানের জবাবে লখনৌ করে ১৯৩ রান।

বিরাট শোয়ের প্রতীক্ষায় থাকা ইডেনে দুরন্ত সেঞ্চুরি করলেন আরসিবি-র মধ্যপ্রদেশের ব্যাটসম্যান রজত পাতিদার। ৫৪ বলে ১১২ রানের অপরাজিত ইনিংস খেলেন রজত। বিরাট কোহলি (২৫) আউটের পর তিন নম্বরে ক্রিজে নেমে রজত ৭টা ওভার বাউন্ডারি, ১২টা বাউন্ডারি মেরে চোখধাঁধানো সেঞ্চুরি করলেন রজত। শেষের দিকে ২৩ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলের রানকে ২০০-র উপরে নিয়ে যান। আরসিবি-র অধিনায়ক ফাফ দু প্লেসি শূন্য রানে আউট হন। আরও পড়ুন: খরচ বাঁচাতে শ্রীলঙ্কায় ফ্লাডলাইটে নয়, দিনের আলোয় খেলবে অস্ট্রেলিয়া

দেখুন টুইট

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল লখনৌ সুপার জায়েন্টস। গত ম্যাচে ১৪০ রানের দুরন্ত ইনিংস খেলা লখনৌ-য়ের ওপেনার ক্যুইন্টন ডি কক (৬) শুরুতেই আউট হয়ে যান। একাই লড়াই করে শেষের দিকে অবধি ম্যাচ টেনে নিয়ে যান লোকেশ রাহুল। জোস হ্যাজেলউডের বলে রাহুল (৫৮ বলে ৭৯) আউট হতেই ম্যাচের ভাগ্য পরিষ্কার হয়ে যায়। লখনৌ পুরো ২০ ওভার ব্যাট করে তোলে ১৯৩ রান। ম্যাচ হেরে প্রথমবার আইপিল খেলতে নামা লখনৌ চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্টে অভিযান শেষ করল।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now