Reetika Hooda: কোয়ার্টারে শীর্ষ বাছাইয়ের কাছে দারুণ লড়েও হার রীতিকা হুডার, তবু থাকছে দেশের সপ্তম পদকের আশা
মহিলাদের ফ্রি স্টাইল কুস্তির ৭৬ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই কাজাকাস্তানের আইপিরি মেদেট কাউঝি ( Aiperi Kyzy)-র কাছে হেরে গেলেন ভারতের রীতিকা হুডা
Paris Olympics 2024 Wrestling: দারুণ লড়েও শেষরক্ষা হল না। মহিলাদের ফ্রি স্টাইল কুস্তির ৭৬ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই কাজাকাস্তানের আইপিরি মেদেট কাউঝি ( Aiperi Kyzy)-র কাছে হেরে গেলেন ভারতের রীতিকা হুডা (Reetika Hooda)। সেমিফাইনালে ওঠার ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ শেষ হলেও টাইব্রেকারে টেকনিক্যাল পয়েন্টে হারলেন রীতিকা। তবে ব্রোঞ্জ পদক জয়ের সম্ভাবনা আছে রীতিকার।
যার কাছে তিনি কোয়ার্টার ফাইনালে হারলেন, সেই কাজাক কুস্তিগীর যদি ফাইনালে ওঠেন, তাহলে রেপেচেজ রাউন্ডে দুটি ম্যাচ জিতে ব্রোঞ্জ পদক জিততে পারবেন রীতিকা। অতীতে ২০০৮ বেজিং অলিম্পিকে সুশীল কুমার, ২০১৬ রিও অলিম্পিকে সাক্ষী মালিক রেপেচেজ রাউন্ডে খেলে ব্রোঞ্জ জিতেছিলেন। আরও পড়ুন-যে কাজ করে অলিম্পিকে শুরুতেই বাতিল হলেন আফগান মহিলা তালাশ
দেখুন খবরটি
প্রসঙ্গত, চলতি প্যারিস অলিম্পিকে রীতিকাই ভারতের পদক জয়ের শেষ আশা। এখনও পর্যন্ত প্যারিস অলিম্পিকে ভারত একটি রুপো সহ মোট ৬টি পদক জিতেছে। যেখানে টোকিও গেমসে ভারত ৭টি পদক জিতেছিল। তাই টোকিও-র পদক সংখ্যাকে ছুঁতে হলে রীতিকার জয় খুবই প্রয়োজন।
গতকাল, পুরুষদের ফ্রি স্টাইল কুস্তির ৫৭কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন আমন শেহরাওয়াত (Aman Sehrawat)। সেটি ছিল চলতি প্যারিস গেমসে ভারতের ষষ্ঠ পদক।