IND vs SA 1st T20I 2023: বৃষ্টি ধোয়া ম্যাচ দিয়ে আফ্রিকান সাফারি শুরু ভারতের, টি২০ বিশ্বকাপের আগে আর মাত্র ৫টা ম্যাচ

টিম ইন্ডিয়ার দক্ষিণ আফ্রিকার সফরের শুরুতেই বৃষ্টি। ডারবানে ভারত-দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে শুরু হতে পারল না।

টিম ইন্ডিয়ার দক্ষিণ আফ্রিকার সফরের শুরুতেই বৃষ্টি। ডারবানে ভারত-দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে কোনও বল না খেলা হয়েই পরিত্যক্ত ঘোষিত হল। খেলা শুরুর আগে থেকেই ডারবানে বৃষ্টি চলছিল। খেলা হওয়ার সময়ের পুরোটাই বৃষ্টি চলল। মাঝে একবার আশা জেগেছিল। কিন্তু বৃষ্টি আর বৃষ্টিতে পুরো ম্যাচটাই ধুয়ে দিল।  টসেরও সুযোগ  হয়নি। সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে মঙ্গলবার, পোর্ট এলিজাবেথে।

এই ম্যাচ ভেস্তে যাওয়ায় জুনে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার হাতে আর মাত্র পাঁচটি ম্যাচ থাকল- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি ও আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। আরও পড়ুন-আশা ভোসলের সঙ্গে আড্ডা দিয়ে কী বললেন সচিন তেন্ডুলকর

দেখুন ছবিতে

তিন ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। বিরাট কোহলি, রোহিত শর্মাদের বিশ্রাম দেওয়া হয়েছে।