Paris Olympics 2024: এক পয়েন্টের জন্য শ্য়ুটিংয়ে আরও একটা পদক হাতছাড়া, মিক্সড স্কিটে চতুর্থ মাহেশ্বরী-অনন্ত, কুস্তির শেষ আটে নিশা দাহিয়া

সব ভালর শেষটা ভাল হল না। প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) ভারতের শেষ শ্য়ুটিং ইভেন্টে (Shooting) একটুর জন্য পদক এল না।

প্যারিস, ৫ অগাস্ট: মিক্সড স্কিট বিভাগে (Skeet Mixed Team) ব্রোঞ্জ পদক নির্ধারক ম্যাচে চিনের কাছে ৪৩-৪২ হেরে চতুর্থ হল ভারত (India Skeet Mixed Team)। তবে কুস্তিতে শুরুটা ভাল হল। মিক্সড স্কিটে ভারতের হয়ে নামেন মাহেশ্বরী চৌহান (Maheswari Chauhan) ও অন্তত জিত সিং নারুকা (Ananjteet Naruka)। কোয়ালিফিকেশনে মাহেশ্বরী ও অনন্ত চতুর্থ স্থানে শেষ করে ব্রোঞ্জ জয়ের ম্যাচে নেমেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না।

প্যারিস অলিম্পিকে শ্যুটিংয়ে তিনটে পদক জিতল ভারত। আর তিনটি ইভেন্টে চতুর্থ পেল। অর্জুন বাবুতা (পুরষদের ১০ মিটার এয়ার রাইফেল), মানু ভাকের (মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ও একেবারে শেষে মিক্সড স্কিটে আফশোসের চতুর্থ হল ভারত।

আরও পড়ুন-হেরে চতুর্থ হয়ে পদকে লক্ষ্যভ্রস্ট লক্ষ্য সেন, ১৬ বছর পর অলিম্পিক ব্যাডমিন্টনে পদকহীন থাকল ভারত

আজ, সোমবার থেকে প্যারিস অলিম্পিকে শুরু হয়েছে কুস্তির খেলা। শুরুতেই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন তেতিনা রিঝোকো-কে ৬-৪ হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের নিশা দাহিয়া। মহিলাদের ৬৮ কেজি বিভাগে আর একটা ম্যাচ জিতেই পদক জিতবেন হরিয়ানার মেয়ে। প্যারিসে ভারতের মোট ৬ জন কুস্তিগীর খেলছেন। পদক জেতার আসা রয়েছে- ভিনেশ ফোগাত, অন্তিম পাঙ্গল, আনসু মালিকের থেকে।