IND vs SRI, Asia Cup: আফ্রিদিদের বিরুদ্ধে দেখানো দাপট শেষ লঙ্কার ঘূর্ণি জালে, টিম ইন্ডিয়া অল আউট ২১৩ রানে
সোমবারের দাপট শেষ মঙ্গলবারে। পাকিস্তানের বাঘা বাঘা বোলারদের পিটিয়ে ছাতু করে গতকাল টিম ইন্ডিয়া করেছিল ৩৫৬ রান।
সোমবারের দাপট শেষ মঙ্গলবারে। পাকিস্তানের বাঘা বাঘা বোলারদের পিটিয়ে ছাতু করে গতকাল টিম ইন্ডিয়া করেছিল ৩৫৬ রান। আর এদিন, হাসারাঙ্গা-হীন অনামী শ্রীলঙ্কান বোলারদের সামনে কলম্বোয় সুপার ফোরে তাদের দ্বিতীয় ম্যাচে মাত্র ২১৩ রানে অল আউট হয়ে গেল ভারত। শেষের দিকে অক্ষর প্যাটেল ২৬ রানের ইনিংস না খেললে এদিন টিম ইন্ডিয়ার ইনিংস দুশো টপকাতো না। ১৭২ রানে ৬ উইকেট হারিয়ে বড় বেকাদায় ছিল ভারত। গত অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলা শ্রীলঙ্কার স্পিনার দুনিথ ওয়েলালাগে ৪০ রান দিয়ে ৫ উইকেটের অবিশ্বাস্য স্পেল করলেন। সঙ্গে দারুণ বল করলেন লঙ্কান অফ স্পিনার চারিথ আসালাঙ্কা। আসালাঙ্কা নিলেন চারটি উইকেট। বাকি উইকেটটি নেন অফ স্পিনার মাহগেশ থিকসানা।
ভারতের ইনিংসের দশটা উইকেটই নিলেন শ্রীলঙ্কার স্পিনাররা। এই প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের দশটা উইকেটই বিপক্ষের স্পিন বোলাররা নিলেন।
জীবনের ১৩তম ওয়ানডে-তে খেলতে নেমে ২০ বছরের দুনিথ আউট করলেন রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল ও হার্দিক পান্ডিয়া। তার মধ্যে রোহিত ও গিলকে বোল্ড করেন এই লঙ্কান স্পিনার। রোহিত শর্মা (৫৩) ও লোকেশ রাহুল (৩৯) ছাড়া টিম ইন্ডিয়ার পুরো ব্য়াটিং-লাইন আপ ফ্লপ করল। গতকাল, অবিশ্বাস্য সেঞ্চুরি করা কোহলি আউট হলেন মাত্র ৩ রানে। ইশান কিষাণ (৬১ বলে ৩৩) সেট হয়ে আউট হলেন। হার্দিক পান্ডিয়া (১৮ বলে ৫)ও রান পেলেন না।
দেখুন কী নজির হল
চলতি এশিয়া কাপে টানা তিনদিন খেলতে নামল টিম ইন্ডিয়া। মঙ্গলবার কলম্বোয় সুপার ফোরের তাদের দ্বিতীয় ম্য়াচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামল রোহিত শর্মা-র দল। এদিন জিতলেই ফাইনালে উঠে যাবে টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে জয়ী একাদশে একটা পরিবর্তন করা হল। উইনিং কম্বিনেশন ভেঙে পেসার-অলরাউন্ডার শার্দুল ঠাকুরের পরিবর্তে স্পিনার-অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে খেলানো হচ্ছে। পিচে টার্ন আছে দেখে একজন অতিরিক্ত স্পিনার খেলানোর সিদ্ধান্ত নেওয়া হল।