India Vs South Africa Test: শুরুতেই আউট রোহিত, প্রথম একাদশে অশ্বিন, টেস্টে অভিষেক কৃষ্ণার
সেঞ্চুরিয়ানের সবুজ পিচে ওপেন করতে নেমেই আউট রোহিত শর্মা
ভারতের টেস্ট দলে অভিষেক হলো পেসার প্রসিদ কৃষ্ণার। মঙ্গলবার সেঞ্চুরিয়ানের বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। সবুজ পিচে ওপেন করতে নেমে শুরুতেই ব্যক্তিগত পাঁচ রানে আউট হন অধিনায়ক রোহিত শর্মা। সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্টে বুমরা, সিরাজ, শারদুলদের সঙ্গে বেশ আক্রমণে দেখা যাবে কৃষ্ণাকেও। ২৭ বছরের কর্নাটকের পেসার কৃষ্ণা দেশের হয়ে 17 টি ওয়ানডে ও পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
সেঞ্চুরিয়ানে টিম ইন্ডিয়া তিনজন স্পেশালিস্ট পেসর ও এক পেসার অলরাউন্ডারে খেলছে। রবীন্দ্র জাদেজার পিঠে চোট থাকায় স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলছেন রবিচন্দ্রন অশ্বিন।
উইকেট কিপারের ভূমিকায় থাকছেন কে এল রাহুল। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে দেখা যাবে যশস্বী জয়সওয়ালকে। শুভমান গিল বিরাট কোহলির পর মিডল অর্ডারে থাকছেন শ্রেয়স আইয়ার, কে এল রাহুল । অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় চারজন স্পেশালিটি পেসার নিয়ে খেলছে।
দেখুন ছবিতে
ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার , কেএল রাহুল ( উইকেট কিপার ), রবিচন্দ্রন অশ্বিন , শার্দুল ঠাকুর, জশপ্রীতি বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ।