US Open 2022: মার্কিন মুলুকে আরব কন্যা ওনস জাবিবের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের ম্যাচে প্রতিপক্ষ পোলিশ ইগা সোয়াইতেক
উইম্বলডনের পর এবার ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন আরব দুনিয়ার বিস্ময় জাগানো টেনিস তারকা ওনস জাবির।
নিউ ইয়র্ক, ৯ সেপ্টেম্বর: উইম্বলডনের পর এবার ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন আরব দুনিয়ার বিস্ময় জাগানো টেনিস তারকা ওনস জাবির। তিউনেশিয়ার জাবির আরব দুনিয়ার প্রথম মহিলা হিসেবে ঐতিহ্য আর গ্ল্যামারের মেলবন্ধনের গ্র্যান্ডস্লাম ইউএস ওপেনের ফাইনালে খেলবেন। আরব কন্যার প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের ম্যাচে সামনে দুনিয়ার এক নম্বর ইগা সোয়াইতেক। পোল্যান্ডের সোয়াইতেক এর আগে চলতি বছরের ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন। অন্যদিকে, চলতি বছর উইম্বলডনের ফাইনালে এলিনা রায়বাকিনার কাছে হেরেছিলেন জাবির।
সেমিফাইনালে আরব কন্যা জাবির ৬-১, ৬-৩ হারান ফরাসি তারকা ক্যারোলিনা গার্সিয়াকে। একেবারে একপেশে জয়ের পর খুশিতে কান্নায় কোর্টে শুয়ে পড়ে জাবির। এবার তাঁর সামনে সুযোগ আরব দুনিয়ার প্রথম মহিলা হিসেবে গ্র্যান্ডস্লাম জেতার। মহিলাদের সিঙ্গলসের অন্য সেমিফাইনালে সোয়াইতেক প্রথম সেটে ৩-৬ হারের পর, বেলারুশের আরয়ানা সাবেলেঙ্কা-র বিরুদ্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জেতেন ৬-১,৬-৪।
পুরুষদের সেমিফাইনালে মুখোমুখি স্পেনের কার্লোস আলকারাজ গার্ফিয়া ও আমেরিকার ফ্রান্সিস তিয়াফো। যে তিয়াফো চতুর্থ রাউন্ডে রাফায়েল নাদালকে হারিয়েছিলেন। অন্য সেমিফাইনালে খেলবেন রাশিয়া খাচানোভ ও নরওয়ের ক্যাসপার রুড। এবারের ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলস পেতে চলেছে নতুন গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন।