Dharamshala: ধর্মশালা থেকে সরছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট, পরিবর্তে হতে পারে যেখানে

ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে চলতি বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ, পয়লা মার্চ থেকে হওয়ার কথা হিমাচলপ্রদেশের ধর্মশালায়।

ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে চলতি বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ, পয়লা মার্চ থেকে হওয়ার কথা হিমাচলপ্রদেশের ধর্মশালায়। কিন্তু ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম নতুনভাবে সংস্কার হওয়ার পর এখনও তৈরি নয়। আউটফিল্ড এখনও আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য তৈরি হয়নি বলে খবর। পিচও এখনও আন্ডার প্রিপেয়ার্ড। গত বছর ফেব্রুয়ারি শেষবার ধর্মশালা শেষবার আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছিল। টি টোয়েন্টি ম্যাচে খেলেছিল ভারত-শ্রীলঙ্কা। তারপর থেকে নিষ্কাশন সহ মাঠের সংস্কার শুরু হয়। হিমাচলপ্রদেশ ক্রিকেট সংস্থার দাবি, টেস্ট আয়োজনের জন্য এখন তৈরি ধর্মশালার মাঠ। কিন্তু মাঠ পরিদর্শনের পর দেখা যায় এখনও সেখানে ভারত-অস্ট্রেলিয়ার মত হাইপ্রোফাইল টেস্ট আয়োজনের জন্য তৈরি নয়।

গত ৩ ফেব্রুয়ারি বিসিসিআইয়ের পরিদর্শক দল ধর্মশালার মাঠ ঘুরে যাওয়ার পর বোর্ডকে

ভাল রিপোর্ট দেয়নি। এবার চূড়ান্ত পরিদর্শনের পর ঠিক হবে ধর্মশালা থেকে ম্যাচ সরবে কি না। ২০১৬-১৭ বর্ডার গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়াকে এই ধর্মশালাতেই চারদিনে হারিয়ে ভারত ২-১ সিরিজ জিতেছিল। আরও পড়ুন-জীবনের বড় লড়াইয়ে প্রথম পা ফেললেন পন্থ, দেখুন ছবিতে

ধর্মশালা থেকে টেস্ট সরলে বিশাখপত্তনাম, রাজকোট, পুণে এবং ইন্দোরের মধ্যে যে কোনও একটা জায়গায় হতে পারে। তবে দৌড়ে এগিয়ে বিশাখাপত্তনাম ও রাজকোট। এদিকে, ১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে হতে চলা চলতি বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। নাগপুরে রোহিত শর্মারা দুরন্ত খেলায় কোটলায় টিকিটের চাহিদা তুঙ্গে। নাগপুরে জয়ের মুখে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া। সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট শুরু হবে ৯ মার্চ, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।