Hardik Pandya: এক ওভারে ২৮ রান করে হার্দিক ঝড় চলছেই, দেখুন ভিডিয়ো

সেই ওভারে মোট ৪টি ওভার বাউন্ডারি ও একটি বাউন্ডারি হাঁকিয়ে হার্দিক ২৮ রান করেন।

Hardik Net Session Photo Credit: Twitter@mipaltan

টি-২০ ক্রিকেটে তিনি বিশ্বের সেরা অলরাউন্ডার। রোহিত, বিরাটদের অসরের পর আন্তর্জাতিক টি২০-তে টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় ক্রিকেটার। আন্তর্জাতিক কুড়ি ক্রিকেটের ফর্ম্যাটে দুনিয়ার অন্যতম সেরা ম্যাচ উইনার। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সেই হার্দিক সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে ব্যাট হাতে ফের ঝড় তুললেন। ত্রিপুরার বিরুদ্ধে জয়ের জন্য ১১০ রান করতে নেমে হার্দিক ২৩ বলে ৪৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে আনলেন। বিস্ফোরক ইনিংসে ইনিংসের দশম ওভারে ত্রিপুরার স্পিনার পারভেজ সুলতানের ৬টা বলে হার্দিক এক ওভারে ২৮ রান। সেই ওভারে মোট ৪টি ওভার বাউন্ডারি ও একটি বাউন্ডারি হাঁকিয়ে হার্দিক ২৮ রান করেন। হার্দিক ঝড়ে মাত্র ১১.২ ওভারেই ত্রিপুরার বিরুদ্ধে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল বরোদা।

দেখুন হার্দিকের ব্যাটে ঝড়

মুম্বই ইন্ডিয়ন্সের অধিনায়ক হার্দিক চলতি সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে দুরন্ত ফর্মে আছেন। এখনও পর্যন্ত মুস্তাক আলি টি-২০-তে হার্দিক মোট চারবার ব্যাট করেছেন, আর তাঁর রান হল ৭৪ অপরাজিত,৪১ অপরাজিত, ৬৯ ও ৪৭। ৪টি ম্যাচে মোট ২৩১ রান, গড় ১১৫। বল হাতেও উইকেট পেয়েছেন তিনি।