Hardik Pandya GT: জল্পনা উড়িয়ে হার্দিক পান্ডিয়াকে ধরে রাখল গুজরাট, মুম্বইকে কি প্রতীক্ষায় রাখল টাইটান্স
১৫ কোটি টাকারও বেশী দিয়ে গুজরাট থেকে হার্দিককে তাদের দলে ফেরাবেন আম্বানিরা, এমন জল্পনা ছিল।
এবারের আইপিএলের নিলাম পর্বের আগে সবচেয়ে বড় জল্পনার নাম হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপের ফাইনলে টিম ইন্ডিয়ার হতাশার পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ ছিল- গত দুটি আইপিএলে গুজরাট টাইটান্সকে কাপ জেতানো সহ দু বার ফাইনালে তোলা অধিনায়ক হার্দিক পান্ডিয়া যোগ দেবেন মুম্বই ইন্ডিয়ন্সে। ১৫ কোটি টাকারও বেশী দিয়ে গুজরাট থেকে হার্দিককে তাদের দলে ফেরাবেন আম্বানিরা, এমন জল্পনার মিডিয়া রিপোর্ট এতটাই মজবুত দেখাচ্ছিল মনে হচ্ছিল হার্দিককে ছেড়েই দেবে গুজরাট। কিন্তু না, রবিবার বিকেলে আইপিএলের নিলামের আগে দেখা গেল, হার্দিককে ধরে রেখেই তালিকা প্রকাশ করল গুজরাট। নতুন ফ্র্য়াঞ্চাইজি হওয়ার পর মুম্বইয়ের থেকে হার্দিককে ছিনিয়ে নিয়েছিলগুজরাট টাইটান্স। সেই সময় হার্দিক একেবারেই ফর্মে ছিলেন না, তাঁর ফিটনেস নিয়েও প্রশ্ন ছিল।
গুজরাট ছেড়ে দিল গত মরসুমে শেষ ওভারে রিঙ্কু সিংয়ের কাছে ৫টা ওভার বাউন্ডরি হজম করা পেসার যশ দয়াল, কেএস ভরত, শিবম মাভি, প্রদীপ সাঙ্গোয়ান, ওদেইন স্মিথ, আজারি সোফেল ও দাসুন শনকাকে। শুবমন দিল, ডেভিড মিলার, ম্যাথু ওয়েড, কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, রশিদ খান, মহম্মদ সামি, মোহিত শর্মা, রাহুল তেওয়াতিয়া সহ পুরো কোর টিমটাকে ধরে রাখলে দুটো মরসুমে খেলে দুটোতেই ফাইনালে ওঠা গুজরাট টাইটান্স।
তবে এরপরেও হার্দিকের গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বইয়ে ফেরা অসম্ভব নয়। কারণ ১২ ডিসেম্বর পর্যন্ত আইপিএলের 'ট্রেন্ডিং উইন্ডো' খেলা থাকছে। ফলে এর মধ্যে হার্দিককে নিয়ে জল্পনার জল আরও গড়ানোর সুযোগ থাকছে। চোটের কারণে বিশ্বকাপের শুরুর দিকেই ছিটকে মাঠের বাইরে আছেন ভারতের এই তারকা অলরাউন্ডার। তবে এই মুহূর্তে তা নিয়েই জল্পনা সবচেয়ে বেশী।