Tim Paine Retire: বুকে ব্যথা নিয়েই বাইশ গজকে বিদায় যৌন হেনস্থায় জড়ানো টিম পেইনের
অস্ট্রেলিয়ার প্রাক্তন টেস্ট অধিনায়ক টিম পেইন সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন
অস্ট্রেলিয়ার প্রাক্তন টেস্ট অধিনায়ক টিম পেইন সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। ১৮ বছরের প্রথম শ্রেণীর ক্রিকেট কেরিয়ার বেশ কষ্টেই শেষ হল পেইনের। ৩৮ বছরের উইকেটকিপার-ব্যাটার পেইন খুব কঠিন সময়ে দেশের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন। বল বিকৃতি কাণ্ডে স্টিভ স্মিথ সাসপেন্ড হওয়ার পর, তাঁর জায়গায় ব্যাগি গ্রিনের নেতৃত্বে পেইনকে আনা হয়েছিল। কঠিন সময়ে দেশের দায়িত্ব পেয়ে দারুণ করছিলেন তিনি। কিন্তু মহিলা ক্রিকেট কর্মীকে যৌন হেনস্থায় জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার তাঁর আচমকাই শেষ হয়ে যায়। পেইনের পর অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হন প্যাট কামিন্স।
২০২১-এর জানুয়ারি ব্রিসবেনে ভারতের বিরুদ্ধে টেস্টটা তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ হয়ে গেল। দেশের হয়ে ৩৫টি টেস্ট, ৩৪টি ওয়ানডে এবং ১২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৫৪টি, লিস্ট এ-তে ১৩৬টি ম্যাচ খেলেন পেইন। আরও পড়ুন-১৭ এবং ৩৩৩ নম্বর জার্সি তুলে রাখছে RCB, কেন জানেন
দেখুন টুইট
বাল্ডস্টোন এরিনায় শেফিল্ড শিল্ডের ম্যাচে তাসমেনিয়ার মার্শের হয়ে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে খেলেই কেরিয়ার শেষ হল পেইনের। ২০২১ সালের নভেম্বরে এক মহিলা সেই সময় অজি ক্রিকেট অধিনায়ক থাকা পেইনের বিরুদ্ধে ফোনে অশালীন ভাষা ব্যবহারে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। সেই মহিলাকে লেখা পেইনের কু প্রস্তাবের স্ক্রিনশট সামনে আসার পর তাঁকে অস্ট্রেলিয়ার জার্সি থেকে সাসপেন্ড করা হয়, কেড়ে নেওয়া হয় অধিনায়কত্ব। তারপর আর দেশের হয়ে খেলার সুযোগ পাননি তিনি।