IPL Auction 2025 Live

Mumbai City FC vs FC Goa, ISL Semi-Final: শেষ মুহূর্তে ৩ গোল দিয়ে গোয়ার বিপক্ষে অবিশ্বাস্য জয় মুম্বই সিটির

যখন গোয়ার জয় একপ্রকার নিশ্চিত তখনই ঘটে অঘটন, ৯০ মিনিটের পর টানা ৩ গোলে জয় পায় মুম্বই সিটি

Nanni Sekhon & Lallianzuala Chhangte (Photo Credit: Mumbai City FC/ X)

বুধবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে সেমিফাইনালের প্রথম লেগে এফসি গোয়াকে (FC Goa) ৩-২ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। গতকাল গোয়া প্রত্যাশিতভাবেই তার বেশিরভাগ আক্রমণে কেন্দ্রবিন্দু হিসাবে রাখে তাবিজ নোয়া সাদাউয়িকে। মুম্বইয়ের হয়ে বিক্রম প্রতাপ সিং এবং লালিয়ানজুয়ালা ছাংতে গোয়াকে বিপদে ফেলার চেষ্টা করলেও কোন লাভ হয়নি। মুম্বই সিটির এই চেষ্টা ব্যর্থ করে প্রথমার্ধের ১৬ মিনিটেই প্রথম গোল করে গৌরদের বরিস। বাঁ দিক থেকে সেরিটন ফার্নান্ডেজ মহম্মদ ইয়াসিরের হাতে বল ছড়িয়ে দেওয়ায় গোয়ার সংবাদমাধ্যমের হাতে ধরা পড়ে আইল্যান্ডাররা তাদের লাইন ক্লিয়ার করতে ব্যর্থ হয়। ২৭তম মিনিটে খেলায় সমতা ফেরানোর সুযোগ পায় মুম্বই কিন্তু সেই সুযোগ নষ্ট হলে পিছিয়ে পড়ে তারা। ৫৬ মিনিটে ব্র্যান্ডন ফার্নান্ডেজ দ্বিতীয় গোল করে আরও ক্ষতি করে এবং যখন গোয়ার জয় একপ্রকার নিশ্চিত তখনই ঘটে অঘটন। ৯০ মিনিটে বল পেয়ে জাল খুঁজে নেন মুম্বইয়ের লালিয়ানজুয়ালা ছাংতে। স্টপেজ টাইমের সাত মিনিটের মধ্যে আরও ২ মিনিটের মাথায় মুম্বইকে সমতা ফেরান বিক্রম৷ গোয়া কিছু বুঝে ওঠার আগে খেলা শেষের ১ মিনিট আগে ছাংতে ফের গোল করে গোয়ার মুখ থেকে জয় ছিনিয়ে এনে দেন মুম্বইকে। আগামী ২৯ এপ্রিল মুম্বই ফুটবল এরিনায় গোয়ার বিরুদ্ধে দ্বিতীয় লেগে এই এক গোলে এগিয়ে থাকবে মুম্বই। Odisha FC vs Mohun Bagan, ISL Semi-Final: কলিঙ্গে আইএসএলে সেমিফাইনালের লড়াইয়ে মোহনবাগানকে হারাল ওড়িশা

দেখুন স্কোরকার্ড

দেখুন ভিডিও হাইলাইটস