Mohun Bagan Beat Goa Result: অপরাজিত গোয়ার দৌড় ভাঙ্গল মোহনবাগান, জয়ে খুশি কোচ আন্তোনিও হাবাস
প্রথমার্ধে দুই দলই কোনো গোল না পেলেও ম্যাচের ৭৪ মিনিটে মেরিনার্সের হয়ে একমাত্র গোলটি করেন দিমিত্রি পেত্রাতোস
বুধবার (১৪ ফেব্রুয়ারি) গোয়ার ফতোরদায় এফসি গোয়াকে (FC Goa) ১-০ গোলে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগে (ISL) অপরাজিত থাকার দৌড় ভাঙল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। প্রথমার্ধে দুই দলই কোনো গোল না পেলেও ম্যাচের ৭৪ মিনিটে মেরিনার্সের হয়ে একমাত্র গোলটি করেন দিমিত্রি পেত্রাতোস। যদিও গৌররা খেলার শেষ পর্যায়ে ফিরে আসার জন্য কঠোর চেষ্টা করে কিন্তু তারা খেলা সমতায় ফেরাতে সক্ষম হয়নি। মোহনবাগানের কোচ আন্তোনিও লোপেস হাবাস ম্যাচের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, এটা তাঁর দলের জন্য বড় ফলাফল। তাঁর কথায়, 'প্রথমার্ধ ছিল এফসি গোয়ার জন্য। এরপর আমরা কিছু বদলি খেলোয়াড় নিয়েছি এবং দল ভালো করেছে। আমি মনে করি, দ্বিতীয়ার্ধে আমরা সিদ্ধান্ত নিয়ে গোল করেছি। দলটি শৃঙ্খলাবদ্ধ ছিল এবং এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে। আমাদের এনার্জি ছিল, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল (জয়ের জন্য)। তরুণ খেলোয়াড়দের নিয়ে আমাদের এখন অনেক বেশি এনার্জি।' Messi in Paris Olympic: প্যারিস অলিম্পিকে থাকবেন লিওনেল মেসি?
মোহনবাগান প্রথমার্ধে বল দখলে আধিপত্য বিস্তার করতে না পারলেও দ্বিতীয়ার্ধে তারা যথেষ্ট সাবলীলভাবে খেলে যা তাঁদের জয় পেতে সাহায্য করে। এখন ২৬ পয়েন্ট সংগ্রহ করে কেরালা ব্লাস্টার্সকে টপকে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে মেরিনার্স। হাবাস বলেন, 'এই জয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন দল বড় হতে শুরু করেছে। আমরা এখানে এসেছিলাম জয়ের সম্ভাবনা নিয়ে। এই জয়টি গুরুত্বপূর্ণ কারণ এফসি গোয়া গত কয়েক মাসে এক নম্বর (অপরাজিত দল) ছিল এবং আজ তারা আমাদের কাছে হেরেছে।'
ব্যস্ত সূচির কথা মাথায় রেখে মোহনবাগানকে তাদের স্কোয়াডকে এখন ভালভাবে পরিচালনা করতে হবে। গোয়ায় খেলা সব খেলোয়াড়কে শনিবার ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পরের ম্যাচে মাঠে নামতে বলা হবে না বলে জানিয়েছেন হাবাস। তিনি বলেন, 'আমাদের প্রথম একাদশ নিয়ে ভাবতে হবে কারণ এক সপ্তাহে আমাদের তিনটি ম্যাচ আছে। আমরা ভ্রমণ করি এবং (আমাদের হিসাব রাখতে হবে) তাপমাত্রার পরিবর্তন। আমাদের প্রথম একাদশ বিশ্লেষণ করতে হবে এবং সম্ভবত চার থেকে পাঁচটি পরিবর্তন করতে হবে।'