Kerala Blasters FC vs Jamshedpur FC: আইএসএলে আজ কেরালা ব্লাস্টার্স এফসি ও জামশেদপুর এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
বুধবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) মুখোমুখি হচ্ছে কেরালা ব্লাস্টার্স অফসি ও জামশেদপুর এফসি (Kerala Blasters FC vs Jamshedpur FC)। বাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে হবে এই ম্যাচ। পয়েন্ট টেবিলের নবম স্থানে থাকা কেরালা এখনও পর্যন্ত টুর্নামেন্ট জ্বলে ওঠেনি। শেষ চারটি ম্যাচে অপরাজিত থাকার পর কিবু ভিকুনার দল আরও একটি জয় পেয়ে টেবিলের আরও উপরে ওঠার চেষ্টা করবে। তবে রক্ষণে নিশু কুমারের অনুপস্থিতি দলকে চাপে রাখতে পারে। তবে জ্যাকসন সিংয়ের পারফরম্যান্স একটি ভালো লক্ষন।
বুধবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) মুখোমুখি হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি ও জামশেদপুর এফসি (Kerala Blasters FC vs Jamshedpur FC)। বাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে হবে এই ম্যাচ। পয়েন্ট টেবিলের নবম স্থানে থাকা কেরালা এখনও পর্যন্ত টুর্নামেন্ট জ্বলে ওঠেনি। শেষ চারটি ম্যাচে অপরাজিত থাকার পর কিবু ভিকুনার দল আরও একটি জয় পেয়ে টেবিলের আরও উপরে ওঠার চেষ্টা করবে। তবে রক্ষণে নিশু কুমারের অনুপস্থিতি দলকে চাপে রাখতে পারে। তবে জ্যাকসন সিংয়ের পারফরম্যান্স একটি ভালো লক্ষন।
এদিকে, অষ্টম স্থানে থাকা জামশেদপুর সর্বশেষ ছয়টি ম্যাচ থেকে মাত্র একটিতে জয় পেয়েছে এবং আইএসএলে ইতিহাসে ফলাফলের সবচেয়ে খারাপ ধারাবাহিকতায় চলছে। হায়দরাবাদ এফসির বিপক্ষে ম্যাচে তরুণ ডিফেন্ডার নরেন্দ্র গেহলত নামা সত্ত্বেও তারা জয়ে ফেরেনি। আরও পড়ুন: Ajinkya Rahane Deliver Emotional Speech: ঐতিহাসিক সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে টিম স্পিরিটের পাঠ অজিঙ্কে রাহানের, দেখুন ভিডিও
কেরালা ব্লাস্টার্স এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: অ্যালবিনো গোমস, সন্দীপ সিং, বাকারি কোন, জ্যাকসন সিং, ইয়ানড্রেম্বেম ডেনিচন্দ্র; জুয়ান্ডে, ভিসেন্টে গোমেজ, ফ্যাসুন্দো পেরেইরা, সাহাল আবদুল সামাদ; রাহুল কেপি, গ্যারি হুপার।
জামশেদপুর এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: টিপি রেহেনেশ; নরেন্দ্র গাহলট, পিটার হার্টলি, স্টিফেন ইজে, রিকি লাল্লামামা; মোহাম্মদ মোবাশির, আলেকজান্দ্রে লিমা, এটার মনরো; সেমিনেলেন ডাউঞ্জেল, নেরিজাস ভালস্কিস, ফারুক চৌধুরী।
পরিসংখ্যান: দুই দল এর আগে ৭ বার মুখোমুখি হয়েছে। জামশেদপুর জিতেছে ২টি ম্যাচে, কেরালা জিতেছে ১টি ম্যাচে। বাকি ৪টি ম্যাচ ড্র হয়েছে।