Bengaluru FC vs Hyderabad FC: আইএসএলে আজ বেঙ্গালুরু এফসি বনাম হায়দরাবাদ এফসি; জেনে নিন সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) সপ্তম ম্যাচে বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) মুখোমুখি হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। নিজেদের আগের ম্যাচে এফসি গোয়ের কাছে হারতে হয়েছে বেঙ্গালুরুকে। সুতরাং এই ম্যাচ তারা জিতে ৩ পয়েন্ট ঘরে তুলতে চাইবে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ওড়িশা এফসি-কে হারিয়ে ৩ পয়েন্ট ঘরে তুলেছে হায়দরাবাদ। আজকের ম্যাচ জিতে এটিকে মোহনবাগানের সঙ্গে লড়াইয়ে থাকতে চাইবে তারা।
ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) সপ্তম ম্যাচে বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) মুখোমুখি হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। নিজেদের আগের ম্যাচে এফসি গোয়ের কাছে হারতে হয়েছে বেঙ্গালুরুকে। সুতরাং এই ম্যাচ তারা জিতে ৩ পয়েন্ট ঘরে তুলতে চাইবে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ওড়িশা এফসি-কে হারিয়ে ৩ পয়েন্ট ঘরে তুলেছে হায়দরাবাদ। আজকের ম্যাচ জিতে এটিকে মোহনবাগানের সঙ্গে লড়াইয়ে থাকতে চাইবে তারা।
বেঙ্গালুরু এফসি-র সম্ভাব্য একাদশ: গুরপ্রীত সিং সান্ধু, জুয়ানান, ফ্রাঙ্ক গঞ্জালেজ, হরমনজোত খাবড়া, আশিক কুরুনিয়ান, এরিক পার্টুলু, সুরেশ সিং ওয়াংজাম, উদান্ত সিং, ক্লেইটন সিলভা, ক্রিস্টিয়ান ওপেথ, সুনীল ছেত্রী
হায়দরাবাদ এফসি-র সম্ভাব্য একাদশ: সুব্রত পাল, ওডেই ওনাইন্ডিয়া, আকাশ মিশ্র, আশীস রাই, নিখিল পূজারি, হালিচরণ নারজারি, হীতেশ শর্মা, জোও ভিক্টর, লুইস স্যাস্ত্রে, মহম্মদ ইয়াসির, অরিদান সান্তানা।
পরিসংখ্যান: এর আগে এই দুই দল ২টি ম্যাচ খেলেছে। ১টিতে জিতেছে বেঙ্গালুরু। ১টি ম্যাচ ড্র হয়েছে।