I-League 2019-20 Fixtures: আই লিগের সূচি প্রকাশ, জেনে নিন কবে মাঠে নামছে মোহনবাগান, ইস্টবেঙ্গল?

২০১৯-২০ মরশুমের আই লিগের (I-League 2019-20) সূচি প্রকাশ হল। ম্যাচ শুরু সন্ধে সাতটা থেকে। ৩০ নভেম্বর মোহনবাগান (Mohun Bagan) বনাম আইজল এফসি (Aizawl FC) ম্যাচ দিয়ে শুরু হবে আই লিগের। অ্যাওয়ে ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ আইজল এফসি। একই দিনে গোকুলাম কেরালার (Gokulam Kerala) মুখোমুখি হবে নেরোকা এফসি (NEROCA FC)। কলকাতার আর এক প্রধান ইস্টবেঙ্গল (East Bengal F.C) আই লিগে অভিযান শুরু করছে ৩ ডিসেম্বর। ঘরের মাঠে লাল-হলুদের প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর (Real Kashmir)।

(Photo: Wikimedia Commons)

নতুন দিল্লি, ৬ অক্টোবর: ২০১৯-২০ মরশুমের আই লিগের (I-League 2019-20) সূচি প্রকাশ হল। ম্যাচ শুরু সন্ধে সাতটা থেকে। ৩০ নভেম্বর মোহনবাগান (Mohun Bagan) বনাম আইজল এফসি (Aizawl FC) ম্যাচ দিয়ে শুরু হবে আই লিগের। অ্যাওয়ে ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ আইজল এফসি। একই দিনে গোকুলাম কেরালার (Gokulam Kerala) মুখোমুখি হবে নেরোকা এফসি (NEROCA FC)। কলকাতার আর এক প্রধান ইস্টবেঙ্গল (East Bengal F.C) আই লিগে অভিযান শুরু করছে ৩ ডিসেম্বর। ঘরের মাঠে লাল-হলুদের প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর (Real Kashmir)।

মরশুমের প্রথম কলকাতা ডার্বি (Kolkata Derby) ২২ ডিসেম্বর। আই লিগের ফিরতি ডার্বি হবে আগামী বছর ১৫ মার্চ। মোহন বাগানের হোম গ্রাউন্ড হচ্ছে কল্যাণী স্টেডিয়াম। অন্যদিকে সল্টলেক স্টেডিয়াম হচ্ছে ইস্টবেঙ্গলের হোমগ্রাউন্ড খেলবে। ইন্ডিয়ার অ্যারো তাদের হোমগ্রাউন্ড হিসেবে বেছেছে গোয়ার তিলক ময়দান। আরও পড়ুন: IPL 2020 Players Auction: কলকাতায় অনুষ্ঠিত হবে আইপিএল ২০২০-এর নিলাম অনুষ্ঠান, বিস্তারিত জেনে নিন

সূচি প্রকাশ হলেও ম্যাচ সম্প্রচারের বিষয়টি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। কোন চ্যানেলে ম্যাচ প্রচারিত হবে তা জানা যায়নি। গতবার স্টার স্পোর্টস অফিসিয়াল ব্রডকাস্টার ছিল। তবে বেছে বেছে ম্যাচ দেখানোর সিদ্ধান্তে তারা সমালোচনার মুখোমুখি হয়।