HFC vs KBFC Dream11 Team Prediction in ISL 2020–21: কোথায়, কখন দেখবেন হায়দেরাবাদ এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার?

আজ আইএসএল ২০২০-২১-র ম্যাচে মাঠে নামবে হায়দেরাবাদ এফসি বনাম কেরালা ব্লাস্টার্স। মঙ্গলবার গোয়ার ভাস্কো দা গামায় তিলক ময়দানে হবে ম্যাচ। হায়দরাবাদ এফসি বর্তমানে ১৭ টি ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে। বর্তমানে আইএসএলে পাঁচটি ম্যাচে অপরাজিত রয়েছে এই দল। ইস্টবেঙ্গলের সঙ্গে শেষ ম্যাচে হায়দেরাবাদ এফসি ১-১ গোলে ড্র করেছিল।

Kerala Blasters (Photo Credits: Twitter)

আজ আইএসএল ২০২০-২১-র (ISL 2020-21) ম্যাচে মাঠে নামবে হায়দেরাবাদ এফসি বনাম কেরালা ব্লাস্টার্স (HFC vs KBFC )। মঙ্গলবার গোয়ার ভাস্কো দা গামায় তিলক ময়দানে হবে ম্যাচ। হায়দরাবাদ এফসি বর্তমানে ১৭ টি ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে। বর্তমানে আইএসএলে পাঁচটি ম্যাচে অপরাজিত রয়েছে এই দল। ইস্টবেঙ্গলের সঙ্গে শেষ ম্যাচে হায়দেরাবাদ এফসি ১-১ গোলে ড্র করেছিল।

কেরালা ব্লাস্টার ১৭টি ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে। তারা তাদের শেষ পাঁচটি ফিক্সারের একটি ম্যাচেও জয়লাভ করেনি। ওড়িশার সঙ্গে শেষ ম্যাচটিতে ২-২ গোলে ড্র হয়ে যায়। যেহেতু হায়দেরাবাদ এখনও পর্যন্ত এগিয়ে আছে তাই এই ম্যাচে কেরালার ওপর জয়ের চাপ রয়েই যাচ্ছে।

হায়দেরাবাদ এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ কখন আছে?

হায়দেরাবাদ এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার হবে।

হায়দেরাবাদ এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ কোথায় হবে?

হায়দেরাবাদ এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ ভাস্কো দা গামায় তিলক ময়দানে হবে।

হায়দেরাবাদ এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ কখন শুরু হবে?

হায়দেরাবাদ এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচটি শুরু হবে সন্ধে ৭টায়।

হায়দেরাবাদ এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?

হায়দেরাবাদ এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচটি Star Sports নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD, Star Sports First, Star Sports 1 Hindi, Star Sports 1 Hindi HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Kannada, Star Sports 1 Telugu, Star Sports 1 Marathi, and Star Sports 1 Bangla ও জলসা মুভিজ চ্যানেলে দেখা যাবে।

হায়দেরাবাদ এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ ম্যাচ লাইভ স্ট্রিমিং কীভাবে দেখবেন?

লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar ও Jio TV-তে।