Emiliano Martinez: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে নির্বাসন ফিফার, খারাপ আচরণের জন্য ব্যাড বয়কে দু ম্যাচ পাবে না আর্জেন্টিনা
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে আচরণ বিধিভঙ্গের দায়ে (ফিফার ফেয়ারপ্লে-র নিয়ম) বড় শাস্তি দল ফিফা।
Emiliano Martinez Suspended: বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে আচরণ বিধিভঙ্গের দায়ে (ফিফার ফেয়ারপ্লে-র নিয়ম) বড় শাস্তি দল ফিফা (FIFA)। লিওনেল মেসিকে বিশ্বকাপ এনে দেওয়ার নেপথ্য নায়ক এমি মাটিনেজ-কে দু ম্যাচ নির্বাসিত করল। অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন তারকা গোলকিপার আর্জেন্টিনার জার্সিতে আগামী দুটি ম্যাচে খেলতে পারবেন না। মেসির দেশের 'ব্যাড বয়' গোলকিপার দু বার ফিফা আদর্শ আচরণ বিধি ভাঙেন। মার্টিনেজ প্রথমে গত ৫ সেপ্টেম্বর চিলির বিরুদ্ধে ম্যাচে জয়ের পর তাঁর কুঁচকিতে কোপা আমেরিকা ট্রফির রিপ্লেকা ধরেন। এরপর ১০ সেপ্টেম্বর বিশ্বকাপের যোগ্যতাপর্বে কলম্বিয়ার কাছে ১-২ গোলে হারের পর রাগে টিভি ক্যামেরাম্যানের ক্যামেরা ভেঙে দেন এমি।
দুটি ক্ষেত্রেই তদন্তের পর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপারকে দোষী সাব্যস্ত করা হয়। এরপরই ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি মার্টিনেজের বিরুদ্ধে নির্বাসনের শাস্তির সিদ্ধান্ত নেয়। আর্জেন্টিনা ফুটবল সংস্থা মার্টিনেজের পাশে দাঁড়িয়ে ফিফার শাস্কির বিরুদ্ধে তোপ দেগেছে। লঘু পাপে গুরু দণ্ডের কথা বলে মার্টিনেজের শাস্তি কমাতে আবেদন করছে মেসির দেশের ফুটবল ফেডারশেন। ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি হাতে মার্টিনেজের অঙ্গভঙ্গি বিতর্ক ডেকে এনেছিল। আরও পড়ুন-ভেঙেছে ঘাড়ের হাড়! দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে পথ দুর্ঘটনায় স্থিতিশীল মুশির খান
দু ম্যাচ নির্বাসিত এমি মার্টিনেজ
বিশ্বকাপের যোগ্যতাপর্বে আগামী ১১ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে ও ১৬ অক্টোবর দেশের মাটিতে বলিভিয়ার বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। নির্বাসিত হওয়ায় এই দুটি ম্যাচে আর্জেন্টিনার গোলপোস্টের নিচে দাঁড়াতে পারবেন না মার্টিনেজ।