Amul New Song to Celebrate World Cup Champion: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে নতুন গান প্রকাশ আমুলের, চন্দ্রবিন্দুর গানে মেতে উঠুন আপনিও (দেখুন ভিডিও)
মেসির হাতে কাপ উঠবে সেই কথা আগেভাগে ভেবেই চন্দ্রবিন্দুর অনিন্দ্য চট্টোপাধ্যায় রেকর্ড করে ফেলেছিলেন একটি গান, শর্ত ছিল মেসি না জিতলে গানটি রিলিজ করা যাবে না। কাল রাত ১২টায় গানটি অবশেষে মুক্তি পেল।
ভারতীয় ডেয়ারি সংস্থা আমুল ইন্ডিয়া ছিল এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দলের অফিসিয়াল রিজিওনাল স্পনসর। ফাইনালে ওঠার পর আর্জেন্টিনার হাতে কাপ দেখতে চেয়েছিলেন আমজনতার মত আমুল ও। মেসির হাতে কাপ উঠবে সেই কথা আগেভাগে ভেবেই চন্দ্রবিন্দুর অনিন্দ্য চট্টোপাধ্যায় রেকর্ড করে ফেলেছিলেন একটি গান, শর্ত ছিল মেসি না জিতলে গানটি রিলিজ করা যাবে না। কাল রাত ১২টায় গানটি অবশেষে মুক্তি পেল। আমূল কোম্পানি হাঁফ ছেড়ে বাঁচলো, অনিন্দ্য হাঁফ ছেড়ে বাঁচলো। শ্রোতারা একটা নতুন গান উপহার পেলেন।
শুনে নিন সেই গান -