Fan Teases Cheerleaders: জয়পুরের মাঠে চিয়ারলিডার্সদের উদ্দেশ্য কটূক্তি দর্শকের, দেখুন ভিডিয়ো
আইপিএলের ম্যাচে গত শুক্রবার, জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স।
জয়পুর, ৮ মে: আইপিএলের ম্যাচে গত শুক্রবার, জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে (Sawai Mansingh Stadium) মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। সেই ম্যাচে দু দলের চিয়ার কন্য়াদের দিকেই গ্যালারি থেকে উড়ে আসা কটুক্তি। আর এক দর্শকদের করা চিয়ারকন্যাদের ওপর মন্তব্যের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে মাঠের বাইরে দুই দলের চিয়ার লিডার্সরা দাঁড়িয়ে রয়েছেন। আর গ্যালারিতে থেকে অসভ্যতার স্বরে এক দর্শক তাঁদের উদ্দেশ্যে বলছেন, " আরে আপনাদেরই তো দেখতে এসেছি। খেলা তো টিভিতেও দেখতে পাই।"আরও পড়ুন-গ্রামীন খেলায় লাল শাড়িতে নাচছেন চিয়ারকন্যা গ্রামের মেয়ে, দেখুন ভাইরাল ভিডিয়ো
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
রাজস্থান রয়্যালসের চিয়ারকন্যাদের উদ্দেশ্য এমন কথা বললেও চিয়ারকন্যারা কোনও সাড়া করেননি। বরং গুজরাট টাইটান্সের এক চিয়ার কন্যা গ্য়ালারির দিকে তাকান। তখনই সেউ দর্শক বলতে থাকেন, " ওই দেখো লাইন মারা চেষ্টা করছে। কখনও সুদর্শন ছেলে দেখোনি নাকি?"
পুরো ঘটনাই ধরা পড়ে ভিডিয়োতে।