MS Dhoni IPL Retirement: এখনই নয়, অবসর নিয়ে নতুন তারিখ দিলেন ধোনি!

গতবারের মত এবারও ভক্তরা ভেবেছিলেন, ধোনি অবসরের সিদ্ধান্তটা মাঠেই জানিয়ে দেবেন। গত শনিবার বেঙ্গালুরুতে আইপিএলে লিগের ম্যাচে আরসিবি-র কাছে হারের পরই অনেকেই ধরে নিয়েছেন ধোনি আর বাইশ গজে নামবেন না।

Dhoni Gives Ball to Fan Photo Credit: Twitter@JioCinema

চেন্নাই, ২০ মে: আরও একবার আইপিএলে অবসর নিয়ে অপেক্ষা করার সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। গতবারের মত এবারও ভক্তরা ভেবেছিলেন, ধোনি অবসরের সিদ্ধান্তটা মাঠেই জানিয়ে দেবেন। গত শনিবার বেঙ্গালুরুতে আইপিএলে লিগের ম্যাচে আরসিবি-র কাছে হারের পরই অনেকেই ধরে নিয়েছেন ধোনি আর বাইশ গজে নামবেন না। ধোনিকে নিয়ে আবেগের বন্যাও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই ভেবেছিলেন, এবারের চেন্নাইয়ের চিপকে হতে চলা আইপিএলের ফাইনালে সিএসকে-র জার্সিতে শেষবার নেমে ধোনি কাপ তুলে একেবারে পিকচার পারফেক্ট অবসর নেবেন। কিন্তু সব হিসেব উল্টে দিয়ে চেন্নাইকে বিদায় জানিয়ে প্লে অফে উঠেছে আরসিবি।

সূত্রের খবর, অবসরের সিদ্ধান্ত নিয়ে সিএসকে-র ম্যানেজমেন্টকে এখনই কিছুই জানাননি মাহি। শোনা যাচ্ছে ধোনি টিম ম্যানেজমেন্টের কাছে অবসর নিয়ে মাস দু-তিন সময় চেয়েছেন। এর মধ্যে ফিটনেস দেখে সিদ্ধান্ত জানাবেন মাহি। আগামী বছর আইপিএলে মেগা নিলাম। তার আগে সিএসকে সমর্থকদের দাবি, ৪৩ বছর বয়েসে ফের আইপিএলে ধোনিকে দেখা গেলে অবাক হওয়ার থাকবে না। আরও পড়ুন- ফাইনালে ওঠার লড়াইয়ে কাল কলকাতার সামনে হায়দরাবাদ, কে কোথায় এগিয়ে

চলতি আইপিএলে বেশ কয়েকটি ম্যাচে ধোনির ক্যামিও দেখা গিয়েছে। এই বয়েসেও ধোনি অনায়াসে হেলিকপ্টার শট মেরে ছক্কা হাঁকাচ্ছেন। শনিবার বেঙ্গালুরুতে শেষ ওভারের প্রথম বলে ওভার বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জিতিয়েও দিচ্ছেন মাহি। তবে চলতি আইপিএলে কখনই ধোনিকে আগে দায়িত্ব নিয়ে নামতে দেখা যায়নি ধোনিকে। এখন আর তিনি অধিনায়কও নন। দুটি ম্যাচে ধোনিকে খোঁড়াতেও দেখা গিয়েছে। এই বয়েসে সবচেয়ে বেইমানি করে শরীর, ফিটনেস। ধোনি তাই শরীর পড়তে আরও কিছুটা মাস সময় চাইলেন। আপতত খবর হল, ধোনি এখনও বাই বাই করছেন না।



@endif