Europa League Final: ইউরোপা লিগের ফাইনালে মরিনহোর রোমা বনাম সেভিয়া

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পর ইউরোপা লিগার ফাইনালে কারা খেলবে তা ঠিক হয়ে গেল।

AS Roma in Europa League Final. (Photo Credits: Twitter)

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পর ইউরোপা লিগার ফাইনালে কারা খেলবে তা ঠিক হয়ে গেল। ইউরোপা লিগ হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পর ইউরোপের দ্বিতীয় সবচেয়ে বড় টুর্নামেন্ট। আগামী পয়লা জুন এবারের হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস এরিনায় ইউরোপা লিগের ফাইনালে খেলবে ইটালির এএস রোমা ও স্পেনের সেভিয়া। অন্যদিকে, আগামী ১১ জুন ইস্তানবুলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি ও ইতালির ইন্টার মিলান।

কিংবদন্তি কোচ হোসে মরিনহোর কোচিংয়ে খেলে সেমিফাইনালে লেভারকুসেনকে দুই লেগ মিলিয়ে ১-০ হারিয়ে ফাইনালে উঠল মাত্র ৭ মিলিয়ন ইউরোর দল এএস রোমা। অন্যদিকে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পুরনো ক্লাব জুভেন্তাসকে দুই লেগ মিলিয়ে ৩-২ হারিয়ে ফাইনালে উঠল সেভিয়া।

দেখুন টুইট

দেখুন ছবিতে

গতকাল, রাতে সেভিয়া বনাম জুভেন্তাসের সেমিফাইনালের দ্বিতীয় লেগে নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। জুভেন্তাসের ঘরের মাঠে প্রথম লেগের ফলও ছিল ১-১। ফলে ফাইনালে কে উঠবে তা ঠিক করার জন্য ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের শুরুতেই আর্জেন্টিনার ফুটবলার এরিক লামেলা গোল করে সেভিয়াকে এগিয়ে দেন। লামেলার গোলেই ফাইনালে ওঠে সেভিয়া। অন্যদিকে, প্রথম লেগে ঘরের মাঠে ১-০ এগিয়ে থাকার পর গতকাল, জার্মানির মাঠে গিয়ে একেবারে ডিফেন্সিভ ফুটবল খেলে লেভারকুসেনকে গোলশূন্য়ে আটকে ফাইনালে উঠল মরিনহোর দল। এবারের ইউরোপা লিগায় ছিল বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেডের মত তারকাখচিত দল। কিন্তু তারা অনেক আগেই বিদায় নেয়। বার্সাকে হারিয়ে বিদায় দেওয়া ম্যান ইউকে কোয়ার্টার ফাইনালে হারায় সেভিয়া।



@endif