Ashes Series Lords Test: ১৩৭ রানে শেষ ৯ উইকেট হারাল ইংল্যান্ড, ৯১ রানের লিড অজিদের

৯১ রানের লিড অজিদের

Team Australia. (Photo Credits: Twitter)

লন্ডন, ৩০ জুন; অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্ট লর্ডসে তৃতীয় দিনের শুরুতে তাসের ঘরের মত ভেঙে গেল ইংল্যান্ডের ইনিংস। গতকালের রান থেকে শেষ ৬ উইকেটে ইংল্যান্ডের ব্যাটাররা যোগ করলেন মাত্র ৪৭ রান। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল মাত্র ৩২৫ রানে। মহামূল্যবান ৯১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নামল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের শেষ ৯টা উইকেট পড়ল মাত্র ১৩৭ রানে। একটা সময় লর্ডসে ইংল্যান্ডের স্কোর ছিল ১ উইকেটে ১৮৮ রান।

ব্রুক হাফ সেঞ্চুরি করলেও ইংল্যান্ডের লোয়ার মিডল অর্ডার, টেলেন্ডাররা একেবারেই হতাশ করেন। দিনের খেলার শুরুতেই আউট হন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (১৭)। হাফ সেঞ্চুরি পূর্ণ করার পরেই আউট হয়ে যান ব্রুক। জনি বেয়ারস্টো (১৬)-ও ব্যর্থ হন।

দেখুন টুইট

৮৮ রানে গুরুত্বপূর্ণ ৩টি উইকেট নিয়ে অজি বোলিংয়ে সেরা মিচেল স্টার্ক। জো রুট, হ্যারি ব্রুক ও বেন স্টোকসের উইকেট নেন স্টার্ক। অ্যাসেজের প্রথম টেস্টে স্টার্ককে বাদ দিয়ে স্কট বোল্যান্ডকে খেলিয়েছিল।

দেখুন টুইট

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করে ৪১৬ রান। চলতি অ্যাসেজের প্রথম টেস্টে দুই উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া।



@endif