Duleep Trophy 2024: ঋতুরাজদের হারিয়ে দলীপ ট্রফি জিতল মায়াঙ্ক আগরওয়ালদের ভারতীয় এ দল

মায়াঙ্ক আগারওয়ালের নেতৃত্বে চলতি বছর দলীপ ট্রফিতে চ্যাম্পিয়ন হল ভারতীয় এ দল। রবিবার অন্ততপুরে লিগের শেষ ম্যাচে ঋতুরাজ গায়কোয়েডের নেতৃত্বে খেলা তারকা খচিত ভারতীয় সি দলকে ১৩২ রানে হারিয়ে খেতাব জিতল

India A Captain Mayank Agarwal (Photo Credits: Getty Images)

তিলক ভর্মা, রিয়ান পরাগ, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণাদের মত তারকা ক্রিকেটার থাকা ভারতীয় এ দল। ফাইনালের হিরো ভারতীয় এ দলের উত্তরাখণ্ডের ২৩ বছরের প্রতিশ্রুতিমান ব্যাটসম্যান শাশ্বত রাউত। প্রথম ইনিংসে ১২৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ৫৩রান করেন তিনি। দ্বিতয়ী ইনিংসং ৪৭ রানে ৩ উইকেট নিয়ে দলকে জেতাতে সাহায্য করেন এ দলের মুম্বইয়ের স্পিনার তানুশ কৈতান। প্রসিধ কৃষ্ণা ৫০ রান দিয়ে ৩ উইকেট নেন।

প্রথম ইনিংসে ভারতীয় এ দল ২৯৭ রান করেছিল। জবাবে ভারতীয় সি দল করে ২৩৪ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ভারতীয় এ দল ২৮৬ রানে ৮ উইকেট থাকা অবস্থায় ডিক্লেয়ার করে। জিততে হলে চতুর্থ ইনিংসে ৩৫০ রান করতে হবে এই শর্তে নেমে ধতুরাজ, সাই সুদর্শন, রজত পতিদার, ইসান কিষাণ, অভিষেক পোড়েলের মত তারকা ব্যাটার থাকলেও ভারতীয় সি দল ২১৭ রানে অল আউট হয়ে যায়।

এবারের দলীপ ট্রফিতে মোট চারটি দল অংশ নিয়েছিল- ভারতীয় এ, ভারতীয় বি, ভারতীয় সি, ও ভারতীয় ডি দল। রাউন্ড রবীন লিগে প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলে। তাতে লিগের সব কটি ম্যাচ খেলে ১২ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হল ভারতীয় এ দল। ৯ পয়েন্ট পেয়ে রানার্স হল ভারতীয়-সি। ৭ পয়েন্ট সংগ্রহ অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে খেলা ভারতীয় বি দল হল তৃতীয়। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে খেলা ভারতীয় ডি ৬ পয়েন্ট পেয়ে সবার শেষে থাকল।



@endif