Dinesh Karthik, Mohammed Siraj Collision: রোহিতের ক্যাচ লুফতে গিয়ে বড় সংঘর্ষ সিরাজ-কার্তিকের মধ্যে, দেখুন ভিডিয়ো

ইনিংসের চতুর্থ ওভারের পঞ্চম বলে আরসিবির পেসার মহম্মদ সিরাজের বাউন্সার ঠিক মত সামালতে না পেরে মুম্বই অধিনায়ক রোহিত শর্মার ব্যাট লেগে বল অনেকক্ষণ হাওয়ায় থাকে।

Mohammed Siraj and Dinesh Karthik have a Collision between them. (Photo Credits:Twitter)

রবিবার বেঙ্গালুরুতে আইপিএলে আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ন্স ম্যাচের মাঝে বড় ঘটনা। টসে জিতে মুম্বই ইন্ডিয়ন্সকে প্রথমে ব্যাট করতে পাঠান আরসিবি-র অধিনায়ক ফাফ দুপ্লেসিস। ইনিংসের চতুর্থ ওভারের পঞ্চম বলে আরসিবির পেসার মহম্মদ সিরাজের বাউন্সার পুল করতে গিয়ে মুম্বই অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে ঠিকমত টাইমিং না হয়ে বল অনেকক্ষণ হাওয়ায় থাকে।

বোলার সিরাজ, উইকেটকিপার দীনেশ কার্তিক দু জনেই দু দিক থেকে গিয়ে রোহিতের ক্যাচ ধরতে যান। এতে দু জনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মাঠেই শুয়ে পড়েন সিরাজ। তবে তাদের চোট গুরুতর ছিল না। দুজনেই ফিট হয়ে পরের বল থেকেই খেলা শুরু করেন। সেই সময় মুম্বইয়ের স্কোর ছিল ৪.৫ ওভারে ২ উইকেটে ১৯ রান।

দেখুন ভিডিয়ো

দেখুন ছবিতে

সিরাজ-কার্তিকের সংঘর্ষে অবশ্য রোহিতের ক্যাচ মিস হয়। তবে পরের ওভারের দ্বিতীয় বলে আকাশদীপের ডেলিভারিতে কার্তিকের হাতে ক্যাচ তুলে আউট হন রোহিত। ১০ বল খেলে মাত্র ১ রান করেন মুম্বই ইন্ডিয়ন্স অধিনায়ক।



@endif