CSK Released Cricketers: অধিনায়ক থাকছেন ধোনি, স্টোকসকে ছেড়ে মইন আলিকে রাখল চেন্নাই, দেখুন হলুদ জার্সিতে কারা থাকছেন, কারা গেলেন
আইপিএলের নিলামের আগে তিন বিদেশী সহ মোট আটজন ক্রিকেটারকে ছেড়ে দিল গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।
আইপিএলের নিলামের আগে চার বিদেশী সহ মোট ৯ জন ক্রিকেটারকে ছেড়ে দিল গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ইংল্য়ান্ডের তারকা বেন স্টোকস এবারের আইপিএলে খেলবেন না সেটা আগেই জানিয়েছিলেন। গত বছর আইপিএলের নিলামে রেকর্ড ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় স্টোকসকে কেনার পর এবার তাঁকে ছেড়ে দিল এম এস ধোনির ফ্র্যাঞ্চাইজি। গত বার ৫০ লক্ষ টাকায় কেনা দক্ষিণ আফ্রিকার পেসার অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস, প্রোটিয়া পেসার-অলরাউন্ডার সিসান্দ মাগাল, কিউই পেসার অলরাউন্ডার কেইলি জেমিসনকেও ছেড়ে দিল সিএসকে।
এবারও অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনিই থাকছে সে কথাও জানিয়ে দিল সিএসকে। ঋতুরাজ গায়কোয়েড়, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, দীপক চাহার, তুষার দেশপাণ্ডেদের মত দেশের তারকা ও প্রতিভাবান ক্রিকেটারদেরও ধরে রাখলেন ধোনিরা। স্টোকসকে ছেড়ে দিলেও চেন্নাই ধরে রাখল কিউই তারকা ব্যাটার ডেভন কনওয়ে, কিউই পেসার মিচেল স্যান্টনার, ইংল্য়ান্ডের স্পিনার অলরাউন্ডার মইন আলি, শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা ও মহেশ থিকসানাকে ধরে রাখল সিএসকে।
গতবার আইপিএল জিতে অবসর ঘোষণা করা আম্বাতি রায়াডু়কেও প্রত্য়াশিতভাবেই আর রাখলেন না ধোনিরা। এ ছাড়া ভারতের তিন ঘরোয়া ক্রিকেটার ভগত ভর্মা, সেনাপতি এবং আকাশ সিংকেও ছাড়ল চেন্নাই।
যাদের ধরে রাখল, ও ছেড়ে দিল সিএসকে