RCB vs CSK IPL 2024: ২০১ রান তাড়া করলেই প্লে অফে চেন্নাই, ধোনিদের দুশোর মধ্যে বাঁধলে শেষ চারে বিরাটরা

চলতি আইপিএলে চতুর্থ দল হিসেবে প্লে অফে ওঠার লড়াই একেবারে লাস্ট আপে রুদ্ধশ্বাস জায়গায় চলে গেল। শনিবাসরীয় রাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে হিসেব একেবারে সাফ হয়ে গেল, কলকাতা, রাজস্থান, হায়দরাবাদের পর কে প্লে অফে খেলবে তার ফয়সালা হতে চলেছে একটু পরেই।

Virat kohli Half century in IPL Photo Credit: Twitter@IPL

চলতি আইপিএলে চতুর্থ দল হিসেবে প্লে অফে ওঠার লড়াই একেবারে লাস্ট আপে রুদ্ধশ্বাস জায়গায় চলে গেল। শনিবাসরীয় রাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে হিসেব একেবারে সাফ হয়ে গেল, কলকাতা, রাজস্থান, হায়দরাবাদের পর কে প্লে অফে খেলবে তার ফয়সালা হতে চলেছে একটু পরেই। আরসিবি-র বিরুদ্ধে রান তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংস ২০১ রান করলেই রান রেটের ভিত্তিতে প্লে অফে উঠে যাবে। অন্যদিকে, এমএস ধোনিদের দুশো রানের মধ্যে বেঁধে রাখতে পারলেই প্লে অফে উঠে যাবে আরসিবি। প্রথমে ব্যাট করে আরসিবি নির্ধারিত ২০ ওভারে করে ২১৮ রান। প্লে অফে উঠতে হলে এদিন বেঙ্গালুরুকে হারাতেই হবে চেন্নাইকে, সঙ্গে নেটরান রেটে ধোনিদের ছাপিয়ে প্লে অফে উঠতে বিরাটদের জয়ের ব্যবধান থাকতে হবে কমপক্ষে ১৮ রান। তাই ধোনিরা ২০১ রান করলেই ম্যাচে হেরে গেলেও প্লে অফে উঠবেন।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এদিন আরসিবি-র হয়ে শুরুতে ঝড় তোলেন দুই ওপেনার বিরাট কোহলি ও অধিনায়ক ফাফ দু প্লেসিস। ওপেনিং জুটিতে কোহলি-ফাফ ৫৮ বলে ৭৮ রান করেন। কোহলি ২৯ বলে ৪৭ রান করে আউট হন। আরও পড়ুন-বিশ্বকাপের আগে প্রায় পাঁচ বছর পর দেশে ফিরলেন রশিদ খান

দেখুন ভিডিয়োটি

এরপর দু প্লেসিস করেন ৩৯ বলে ৫৪ রান। রজত পাতিদার (২৩ বলে ৪১) ও ক্যামেরুন গ্রিন (১৭ বলে ৩৮ অপরাজিত) দারুণ ব্যাটিং করেন। একেবারে শেষের দিকে অসাধারণ ক্যামিও ইনিংস খেলেন দীনেশ কার্তিক (৬ বলে ১৪) ও গ্লেন ম্যাক্সওয়েল (৫ বলে ১৬)। আরসিবি-র ইনিংসে মোট ১৬টি ওভার বাউন্ডারি মারা হয়।



@endif