MS Dhoni: ইনিংসের শেষ দু'বলে দুটো ছক্কা হাঁকিয়ে চিপকে আরও মায়া বাড়ালেন ধোনি, দেখুন ভিডিয়ো
আবার ওস্তাদের মাত শেষ রাতে। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ৪১ বছর বয়সেও আবার বোঝালেন কেন তাঁকে দুনিয়ার সেরা ফিনিশার বলা হয়।
চেন্নাই, ৩০ এপ্রিল: আবার ওস্তাদের মাত শেষ রাতে। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ৪১ বছর বয়সেও আবার বোঝালেন কেন তাঁকে দুনিয়ার সেরা ফিনিশার বলা হয়। রবিবার বিকেলে চিপকে পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা চেন্নাইয়ের হয়ে নেমে ইনিংসের শেষ দুটি বলে ওভার বাউন্ডারি হাঁকালেন ধোনি। আইপিএলের ইতিহাসে শেষ ওভারে ধোনির রেকর্ড মোট ৫৯টি ওভার বাউন্ডারি হাঁকানো হয়ে গেল। এই বিষয়ে ধোনির পিছনে কায়রন পোলার্ড (৩৩টি)। আইপিএলের শেষ ওভারে ধোনি মোট ১৫ বার দুটি ছক্কা হাঁকালেন। শেষ ওভারে মাহি যা করেছেন তাতে একেবারে অবিশ্বাস্য রেকর্ড তৈরি হয়েছে।
চিপকে পঞ্জাব সুপার কিংসের সাড়ে ১৮ কোটি টাকার তারকা পেসার স্যাম কুরানের ইনিংসের শেষ দুটি ডেলিভারিতে প্রথমটা পয়েন্টের ওপর দিয়ে, আর শেষ বলটা লো ফুল টস পেয়ে ডিপ মিড উইকেট দিয়ে ৮৮ মিটার দূরত্বের ওভার বাউন্ডারি হাঁকালেন মাহি। ধোনি চার বলে ১৩ রান করে অপরাজিত থাকলেন। ধোনির শেষ দুটি বলে ওভার বাউন্ডারির সৌজন্য়ে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার সিএসকে করে ঠিক ২০০ রান। আরও পড়ুন-রোহিত শর্মার জন্মদিনে হায়দরাবাদে উন্মোচিত হল ৬০ ফুটের কাট-আউট
দেখুন ভিডিয়ো
যেটা একটা সময় মনে হচ্ছিল চেন্নাইয়ের পক্ষে কঠিন। কিন্তু মাহি থাকলে সব সম্ভব, সেটা চিপকে আবার প্রমাণ হল। ধোনির জন্য চিপক পুরো ভর্তি ছিল, শেষের দুটো হিটে মাহি ভক্তদের আশা পূর্ণ হল। চেন্নাইয়ের হয়ে অবিশ্বাস্য ইনিংস খেললেন কিউই ওপেনার ডেভন কনওয়ে। ৫২ বলে ৯২ রানে অপরাজিত থাকলেন কনওয়ে। কিউই ব্যাটার মারলেন ১টি ওভার বাউন্ডারি আর ১৬টি বাউন্ডারি। ২০০ রান করলেও চেন্নাইয়ের ইনিংসে হল মাত্র ৪টি ওভার বাউন্ডারি, তার মধ্যে দুটিই মারলেন ধোনি