Cristiano Ronaldo: ফের রিজার্ভ বেঞ্চে রোনাল্ডো, আর কতদিন এভাবে বসে কাটাবেন
ফের প্রথম একাদশে জায়গা হল না ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-র।
সাউদাম্পটন, ২৭ অগাস্ট: ফের প্রথম একাদশে জায়গা হল না ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-র। শনিবার প্রিমিয়র লিগে সাউদাম্পটনের বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাওয়ে ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসে কাটালেন রোনাল্ডো। সাউদাম্পটেনর ঘরের মাঠ সে ন্ট মেরি স্টেডিয়ামে লাল ম্যানচেস্টারের হয়ে স্ট্রাইকার হিসেবে নেমেছেন রাশফোর্ড, সাঞ্চো। এই নিয়ে টানা দুটি ম্যাচে প্রথম একাদশে জায়গা হল না দুনিয়ার অন্যতম সেরা ফুটবলারের।
গত সপ্তাহে লিভারপুলের বিরুদ্ধে ডার্বিতেও রোনাল্ডোকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে জয় পেয়েছিলেন কোচ এরিক টেন হ্যাগ। প্রিমিয়র লিগে লাল ম্যানচেস্টারের প্রথম দুটি ম্যাচে খেলবে ব্যর্থ হন সিআরসেভেন। আরও পড়ুন-কাল দুবাইয়ে ভারত-পাকিস্তান মহারণ, দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
দেখুন ছবিতে
ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ০-৪ গোলে হারের পর রোনাল্ডোর আচরণে ক্ষুব্ধ ছিলেন কোচ, কর্তারা। রোনাল্ডো আর কতদিন রিজার্ভ বেঞ্চে বসে কাটাবেন, নাকি ক্লান ছাড়বেন তা নিয়ে জোর জল্পনা।