WI vs ENG 5th T20I Result: মোতির বোলিংয়ে বিধ্বস্ত বাটলার-বাহিনী, টি-২০ সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে এবং টি-২০ সিরিজ জয়ে খালি হাতে ফিরছে ইংল্যান্ড

WI wins T20 Series Against ENG (Photo Credit: Windies Cricket/ X)

ইংল্যান্ডের ক্যারিবিয়ান সফরের শেষ খেলায় জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। শেষ বলে ছক্কা মেরে সিরিজ দখল করে নেয় শাই হোপ (Shai Hope)। তার অপরাজিত ৪৩ রান চার বল বাকি থাকতে জয় নিশ্চিত করেন। গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্ব থেকে বিদায় নেওয়ার পর রোভম্যান পাওয়েলের (Rovman Powell) নেতৃত্বে তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। গত আগস্টে সাদা বলের কোচ হিসেবে ড্যারেন স্যামির (Daren Sammy) প্রথম টি-২০ সিরিজে ভারতকে ৩-২ ব্যবধানে হারায় তারা। ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে একই মাঠে দু'দিন আগে ইংল্যান্ড ৭৫ রানের জয় পায় এবং টি-২০ ইতিহাসে অন্যতম সর্বোচ্চ স্কোর ২৬২ করে ইংল্যান্ড কিন্তু কাল সেই পিচেই ১৩২ রানে অলআউট হয়ে যায় তারা। ১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হোপ ধীরে ভালো শুরু করলেও ওয়েস্ট ইন্ডিজ কঠিন পরিস্থিতি পড়ে, শেষদিকে ৬ উইকেট মাত্র ২২ রানে হারালেও জয় পায়। অন্যদিকে, ইংল্যান্ড ক্যারিবিয়ান সফর থেকে খালি হাতেই ফিরবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারার পর টি-২০ সিরিজেও প্রথম দুটি ম্যাচ হেরেও শেষ দুটি ম্যাচে দারুণ খেলে সমতায় ফেরার পর কাল হেরে যায়। IND vs SA 3rd ODI Result: সঞ্জুর শতক! দক্ষিণ আফ্রিকার মাঠে প্রোটিয়াদের হারিয়ে সিরিজ জয় ভারতের

দেখুন ভিডিও হাইলাইটস

দেখুন স্কোরকার্ড