Aryaman Birla: ২২ বয়সেই কেন ক্রিকেট থেকে অবসর নিলেন দুনিয়ার সবচেয়ে ধনী ক্রিকেটার! শুনলে চমকে যাবেন
অনেক কোটি টাকার মালিক তিনি। ধনকুবের শিল্পপতির ছেলে। কিন্তু টাকার টানে নয়, খেলাটা ভালবাসেই তিনি দেশের হয়ে ক্রিকেট খেলতে চান বলে জানিয়েছিলেন আর্যমান বিড়লা।
অনেক কোটি টাকার মালিক তিনি। ধনকুবের শিল্পপতির ছেলে। কিন্তু টাকার টানে নয়, খেলাটা ভালবাসেই তিনি দেশের হয়ে ক্রিকেট খেলতে চান বলে জানিয়েছিলেন আর্যমান বিক্রম বিড়লা (Aryaman Birla)। ধনুকবের শিল্পপতি কুমার মঙ্গল বিড়লার ছেলে আর্যমান শেষ পর্যন্ত মাত্র ২২ বছর বয়সেই ক্রিকেট থেকে অবসর নিলেন। আর্যমানের বয়স এখন ২৭ বছর। কিন্তু ২০১৯ সাল থেকেই তিনি কোনও ম্য়াচ খেললেনি। মানে ২০১৯ সালে ২২ বছর বয়েসেই অবসর নেন আর্যমান। কিন্তু কেন?
প্রায় ৭০ হাজার কোটি টাকার মালিক আর্যমান ব্যবসায় বেশ সফল হচ্ছেন। এখন ব্যবসায়ী হিসেবে তাঁকে অনেক বেশী সময় দিতে হবে, তাই সময়ের অভাবেই ক্রিকেট ছাড়তে হল আর্যমান বিড়লা-কে। আর্যমান চান, যদি তিনি পেশাদার ক্রিকেটার থাকবেন, তাহলে তিনি সারাদিন সেটা নিয়েই থাকতে চান। কিন্তু সেটা এখন সম্ভব না বলে শেষ পর্যন্ত মাত্র ২৭ বছর বয়েসেই বাইশ গজকে বিদায় জানাতে হল বিড়লা পুত্র-কে। ৯টি প্রথম শ্রেণীর ম্যাচ ও ৪টি লিস্ট-এ খেলা খেলেই অবসর নিলেন আর্যমান। প্রথম শ্রেণীর ক্রিকেটে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি আছে তাঁর।
দেখুন খবরটি
মধ্যপ্রদেশের হয়ে ক্রিকেট খেলতেন আর্যমান। ২০১৭ সালে রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের জার্সিতে ওড়িশার বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর। অভিষেক ম্য়াচেই রজত পতিদারের সঙ্গে জুটি বেঁধে আর্যমান ৭২ রানের পার্টনারশিপ করেছিলেন। রঞ্জি ট্রফির পাশাপাশি বেশ কয়েকটি ঘরোয়া টুর্নামেন্টেও তাঁকে দেখা গিয়েছে। ২০১৮ আইপিএলে রাজস্থান রয়্যালসে স্কোয়াডে যোগ দিলেও কোনও ম্যাচেই প্রথম একাদশে খেলার সুযোগ পাননি তিনি।
২০২৩ সালে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেডের ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আর্যমান। কিন্তু, এই দায়িত্ব গ্রহণ করার আগে একজন ক্রিকেটার হিসেবে তিনি নিজের কেরিয়ার গড়তে চেয়েছিলেন তিনি।