Virat Kohli Quits Test Captaincy: টেস্ট দলের অধিনায়ক পদে বিরাট কোহলির পদত্যাগের পর কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

শনিবার ভারতীয় টেস্ট দলের অধিনায়ক পদে পদত্যাগ করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। বিরাটের চমকের পর গতকাল গভীর রাতে প্রতিক্রিয়া জানালেন বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি লেখেন, "বিরাটের নেতৃত্বে ভারত সব ধরনের ক্রিকেটেই দ্রুত উন্নতি করেছে। এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত, বোর্ড এই সিদ্ধান্তকে সম্মান করে। ভবিষ্যতে এই দলটাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার ব্যাপারে বিরাট গুরুত্বপূর্ণ সদস্য হবেন। দারুণ এক ক্রিকেটার। ওয়েল ডান।"

Virat Kohli with Sourav Ganguly (Photo credit: Twitter)

শনিবার ভারতীয় টেস্ট দলের অধিনায়ক পদে পদত্যাগ করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। বিরাটের চমকের পর গতকাল গভীর রাতে প্রতিক্রিয়া জানালেন বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি লেখেন, "বিরাটের নেতৃত্বে ভারত সব ধরনের ক্রিকেটেই দ্রুত উন্নতি করেছে। এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত, বোর্ড এই সিদ্ধান্তকে সম্মান করে। ভবিষ্যতে এই দলটাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার ব্যাপারে বিরাট গুরুত্বপূর্ণ সদস্য হবেন। দারুণ এক ক্রিকেটার। ওয়েল ডান।"

গতকাল সন্ধে নাগাদ ভারতের টেস্ট দলের অধিনায়ক (Team India's Test Captain) পদ ছাড়ার কথা ঘোষণা করেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারতের ১-২ ব্যবধানে হারের একদিন পরই এই সিদ্ধান্ত নেন তিনি। এর আগে ভারতীয় টি-২০ দলের অধিনায়ক পদ ছাড়েন তিনি। পরে তাঁকে একদিনের দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আরও পড়ুন: Virat Kohli: ক্যাপ্টেন কোহলিকে বিদায় বার্তায় কী বললেন সচিন তেন্ডুলকর

সৌরভের টুইট: 

বিবৃতিতে কোহলি বিসিসিআই (BCCI)-কে ধন্যবাদ জানিয়েছেন। পাল্টা বিসিসিআই-র তরফেও বিরাটকে ধন্যবাদ জানানো হয়েছে। বিসিসিআই-র তরফে গতকালই টুইটে লেখা হয়েছে, "টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে অভিনন্দন তাঁর প্রশংসনীয় নেতৃত্বের গুণাবলীর জন্য। যা টেস্ট দলকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছে। তিনি ৬৮ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন, ৪০টি ম্যাচে জয় পেয়ে সবচেয়ে সফল অধিনায়ক হয়েছেন।"